TRENDING:

Panchayat Election 2023: ভোট এলেই ভাগীরথী নদী পেরিয়ে ভোট দিতে যেতে হয় এই গ্রামের বাসিন্দাদের

Last Updated:

চরবিষ্ণুপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। যার ফলে দুই ভাগে ভাগ হয়ে গেছে গ্রামটি। নির্বাচন আসলে নৌকা পেরিয়েই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে রওনা দিতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, কাটোয়া: পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের আর পাঁচটা গ্রামের মতোই একটি গ্রাম হল চরবিষ্ণুপুর গ্রাম। তবে এই গ্রামটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। যার ফলে দুই ভাগে ভাগ হয়ে গেছে গ্রামটি। ভাগীরথী নদীর দুই পাড়ে একই গ্রাম অবস্থিত। আর এই চরবিষ্ণুপুর গ্রামে নির্বাচন আসলেই দেখা যায় এক অন্য স্বাদের ছবি। চরবিষ্ণুপুর গ্রামে ভাগীরথীর এক পাড়ে মানুষজন বসবাস করলেও নির্বাচনের বুথ ভাগীরথীর অপর পাড়ে অবস্থিত। ভোটের দিন তাই সকাল থেকে নৌকা করে ভোট দিতে যেতে হয় বাসিন্দাদের।
advertisement

বিগত কয়েক বছর ধরে এভাবেই ভোট দিয়ে আসছেন কাটোয়া ২ ব্লকের চরবিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে চরবিষ্ণুপুর গ্রামের এক বাসিন্দা গুরুদাস সরকার বলেন, “বুথটা এখানেই ছিল। এবার ভাঙ্গনের কবলে পড়ে বেশিরভাগ মানুষই এখন ওপারে। প্রাইমারি স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র সবকিছুই ট্রান্সফার হয়ে ওদিকে চলে গেছে। এখন আমরা যে কজন মানুষ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আমাদেরও ভোটটা দিতে ওপারে যেতে হয়। এপারে, ওপারের তুলনায় অল্প কিছু জন মানুষ থাকার জন্য এখানে বুথ হয় না।”

advertisement

আরও পড়ুন ঃ টাকা না দিলে ভোট হবে না! কীসের টাকা? বর্ধমানে বিরাট শোরগোল

পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। এখানে এই ভাগীরথী পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাকে ভাগ করেছে। ভাগীরথীর তীরবর্তী গ্রামগুলির অবস্থান বড় অদ্ভুত। এই এলাকায় ভাগীরথীর ডান পাশে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার সঙ্গে সংলগ্ন কিছু গ্রাম খাতায় কলমে নদীয়া জেলায়। আবার কোথাও নদীয়া জেলার গা ঘেঁষে থাকা কোন কোন গ্রাম পূর্ব বর্ধমানের অধীনে। তেমনই কাটোয়ার চরবিষ্ণুপুর গ্রামটি অবস্থানগতভাবে নদীয়ার দিকে হলেও, এটি পূর্ব বর্ধমান জেলার অংশ।

advertisement

View More

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময় সকল গ্রামবাসী একসাথে বসবাস করলেও, বর্তমানে ভাঙ্গনের জেরে বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। ফলে নদীর দুই পাড়ে বিচ্ছিন্নভাবে রয়ে গিয়েছে একই গ্রামের বাসিন্দারা। আরো জানা যায়, কাটোয়া ২ নম্বর ব্লকের এই এলাকায় ভাঙ্গন চরম আকার নিয়েছে। বর্তমানে প্রায় সমগ্র গ্রাম ভাঙ্গনের কবলে। একসময় যেখানে কয়েকশো পরিবার বসবাস করতো, আজ সেখানে হাতে গোনা কয়েকটি পরিবারের বাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

ভাঙ্গনের কারণে সরকারীভাবে পাট্টা দিয়ে বহু পরিবারকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। চর বিষ্ণুপুর গ্রামে মোট ভোটারের সংখ্যা শ পাঁচেক। যাদের অধিকাংশই থাকেন নদীর এপারে। তাই নির্বাচন আসলে নৌকা করে নদী পেরিয়েই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যেতে হয়। ফলে নির্বাচনে এলে কোথাও গিয়ে বিশেষ লক্ষ্মীলাভ হয় নৌকার মাঝিদের।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Panchayat Election 2023: ভোট এলেই ভাগীরথী নদী পেরিয়ে ভোট দিতে যেতে হয় এই গ্রামের বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল