#পূর্ব বর্ধমান- পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে কোন প্যাথলজি ল্যাব ছিল না এতদিন। সাধারণ মানুষকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বর্ধমান, কাটোয়া, ও গুসকরায় যেতে হত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে। যার জেরে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হত। সেই কথা মাথায় রেখে মঙ্গলকোটের বেশ কয়েকজন যুবকের উদ্যোগে তৈরি হল প্যাথলজি ল্যাব।