TRENDING:

East Bardhaman News: আল কায়দার 'গুজরাট' মডেল! রাজকোটে ধৃত বাংলার ৩

Last Updated:

গুজরাটে জঙ্গি সংগঠন আল কায়দার স্লিপার সেলের সদস্যরা ধৃত। জঙ্গি যোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের তিন যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাটে গ্রেফতার বাংলার তিন যুবক। তার মধ্যে দু’জন পূর্ব বর্ধমানের ও একজন হুগলির বাসিন্দা বলে জানা গিয়েছে। রাজকোটের সোনিবাজার থেকে এই তিনজনকে গ্রেফতার করে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়। পূর্ব বর্ধমানের ধৃত দুই যুবকের নাম শুকুর আলি শেখ ও শইফ নামাজ।
advertisement

আরও পড়ুন: বাবার মৃত্যুবার্ষিকীতে এ কী করলেন চিকিৎসক! দেখুন ভিডিও

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ধৃত শুকুর আলির বাড়ি পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানার ঘোলা এলাকায়। আর শইফ নামাজের বাড়ি কালনার আংগারসোন এলাকায়।

শুক্রবার দুপুরে আমাদের প্রতিনিধি নাদনঘাট থানার ঘোলা এলাকায় শুকুর আলি শেখের বাড়িতে পৌঁছে দেখেন বাড়িতে তাঁর মা-বাবা দু’জনই আছেন। তাঁরা নিজেদের ছেলেকে নির্দোষ বলে দাবি করেন। সেখানেই জানা গেল, গত বছর কালী পুজোর সময় রাজকোটে কাজের জন্য গিয়েছিলেন শুকুর। এর মধ্যে তিনি আর বাড়ি আসেননি। বাবার দাবি, ছেলে রাজকোটে ধর্ম ও নমাজ নিয়েই বেশি ব্যস্ত থাকত। কর্মস্থল থেকে বাড়ি ফিরে মোবাইলে বিভিন্ন যুদ্ধের গেম খেলত বলে জানান তিনি। শুধু পরিজনরা নয় প্রতিবেশীদেরও দাবি, শুকুর জঙ্গিদের হয়ে কাজ করার মতো ছেলে নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

অন্যদিকে কালনার আংগারসোন এলাকায় শইফ নামাজের বাড়িতেও তাঁর মা-বাবা দু’জনই ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে তাঁরা ভেঙে পড়েন। তাঁদেরও দাবি ছেলে এমন কাজ করতে পারে না, সে নির্দোষ। ছেলেকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আল কায়দার 'গুজরাট' মডেল! রাজকোটে ধৃত বাংলার ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল