আরও পড়ুন: বাবার মৃত্যুবার্ষিকীতে এ কী করলেন চিকিৎসক! দেখুন ভিডিও
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ধৃত শুকুর আলির বাড়ি পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানার ঘোলা এলাকায়। আর শইফ নামাজের বাড়ি কালনার আংগারসোন এলাকায়।
শুক্রবার দুপুরে আমাদের প্রতিনিধি নাদনঘাট থানার ঘোলা এলাকায় শুকুর আলি শেখের বাড়িতে পৌঁছে দেখেন বাড়িতে তাঁর মা-বাবা দু’জনই আছেন। তাঁরা নিজেদের ছেলেকে নির্দোষ বলে দাবি করেন। সেখানেই জানা গেল, গত বছর কালী পুজোর সময় রাজকোটে কাজের জন্য গিয়েছিলেন শুকুর। এর মধ্যে তিনি আর বাড়ি আসেননি। বাবার দাবি, ছেলে রাজকোটে ধর্ম ও নমাজ নিয়েই বেশি ব্যস্ত থাকত। কর্মস্থল থেকে বাড়ি ফিরে মোবাইলে বিভিন্ন যুদ্ধের গেম খেলত বলে জানান তিনি। শুধু পরিজনরা নয় প্রতিবেশীদেরও দাবি, শুকুর জঙ্গিদের হয়ে কাজ করার মতো ছেলে নয়।
advertisement
অন্যদিকে কালনার আংগারসোন এলাকায় শইফ নামাজের বাড়িতেও তাঁর মা-বাবা দু’জনই ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে তাঁরা ভেঙে পড়েন। তাঁদেরও দাবি ছেলে এমন কাজ করতে পারে না, সে নির্দোষ। ছেলেকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন।