গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বর্ধমানের দাসপুর ও বড়বাগান গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ কেটে দিল দেওয়ানদিঘি থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরেই বর্ধমান ১ ব্লকের ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েতের দাসপুর ও বড়বাগান গ্রামের কয়েকটি বাড়িতে গোপনে গাঁজা গাছ লাগিয়ে গাঁজা বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে এদিন এই দুই গ্রামেই হানা দেয় দেওয়ানদিঘি থানার পুলিশ।
advertisement
গ্রামের ভিতরের দিকে বাড়ি হওয়ায় অনেকেরই নজর এড়িয়ে চলছিল গাঁজা গাছের ব্যবসা। বুধবার দেওয়ানদিঘি থানার পুলিশের একটি বিশেষ দল এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় থাকা গাঁজা গাছগুলি কাটতে থাকেন। যদিও গ্রামে পুলিশ ঢোকার খবর পেয়েই বাড়ি ছেড়ে গা ঢাকা দেন বাড়ির লোকজন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামে গাঁজা গাছ লাগিয়ে ব্যবসা চললেও এই প্রথম গ্রামে ঢুকে পুলিশ গাঁজা গাছ কাটল।
জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে এসে বিভিন্ন থানার পুলিশদের নিজের এলাকার খুঁটিনাটি জানার নির্দেশ দিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। তার পর থেকেই এলাকায় বাড়তি সতর্কতা নিয়েছে থানাগুলি। এলাকা থেকে কোনও খবর এলেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ভিলেজ পুলিশ ও গোপন সূত্র মারফত খবর পেয়ে এদিন পুলিশ বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কেটে দেয়।
দীর্ঘদিন ধরেই এই এলাকার অনেকেই গাছ লাগিয়ে গাঁজা বিক্রি করছিলেন বলে অভিযোগ। গ্রামের ভিতরের দিকে বাড়ি হওয়ায় অনেকেরই নজর এড়িয়ে যেত। ফলে নিরাপদে চলত গাঁজার ব্যবসা। বুধবার গাঁজা চাষের খবর পায় দেওয়ানদিঘি থানার পুলিশ। এরপর পুলিশের একটি বিশেষ দল এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় থাকা গাঁজা গাছগুলি কাটতে থাকেন। যদিও পুলিশ দেখে ততক্ষণ গাঁজার চাষে যুক্ত থাকা সকলেই বাড়ি ছেড়ে গা-ঢাকা দেন।