উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা বলে, দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে আনন্দ লাগছে। অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পেরে উৎসাহিত তারা। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মিস্ত্রি বলেন, সরকারি নিয়ম মেনে ক্লাস চলছে। করোনার সবরকম বিধি-নিষেধ মেনে চলা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা খুব খুশি হয়েছে স্কুলে আসতে পেরে ।
Location :
First Published :
February 10, 2022 8:31 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Memari Paray Shikshalaya- মেমারির সাতগেছিয়া বাজার রামকানাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত বেশিরভাগ পড়ুয়া