TRENDING:

Memari Paray Shikshalaya- মেমারির সাতগেছিয়া বাজার রামকানাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত বেশিরভাগ পড়ুয়া

Last Updated:

মেমারির দু'নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বাজার রামকানাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েও হচ্ছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান- পাড়ায় শিক্ষালয় চলছে পূর্ব বর্ধমান জেলা জুরে। একইভাবে মেমারির দু'নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বাজার রামকানাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েও হচ্ছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচী। কোভিড বিধি মেনে হচ্ছে পঠনপাঠন। গত সাত ফেব্রুয়ারি থেকে শিক্ষা দফতরের নির্দেশ মত প্রাথমিক স্কুল খুলেছে। স্কুল গুলিতে চলছে পঠনপাঠন। একইভাবে সাতগেছিয়া বাজার রামকানাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র ও ছাত্রীরা আনন্দের সঙ্গে স্কুলে পঠন-পাঠন করছেন। স্কুলের তরফ থেকে দুই ধাপে, অর্থাৎ ১১ টা থেকে ১ টা পর্যন্ত তৃতীয় শ্রেণি ও ১ টা থেকে ৩ টে পর্যন্ত চতুর্থ ও পঞ্চম শ্রেণি ছাত্র-ছাত্রীরা পঠন পাঠন করছে। এবং টিফিনে মিড ডে মিলে খাবার খাচ্ছে। স্কুল শুরু হতেই এদিন জাতীয় সঙ্গীত গাওয়া হয় স্কুলে। ছাত্র-ছাত্রীরা আনন্দ সহকারে ক্লাস করছে। এদিন বিদ্যালয় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মিস্ত্রি, মিনতি মান্ডি, মৌসুমী মাল, নাসরিন খাতুন, রিঙ্কু সান্যাল, ছোট্টু দে সহ সকল শিক্ষক ও শিক্ষিকা।
advertisement

উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা বলে, দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে আনন্দ লাগছে। অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পেরে উৎসাহিত তারা। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মিস্ত্রি বলেন, সরকারি নিয়ম মেনে ক্লাস চলছে। করোনার সবরকম বিধি-নিষেধ মেনে চলা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা খুব খুশি হয়েছে স্কুলে আসতে পেরে ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Memari Paray Shikshalaya- মেমারির সাতগেছিয়া বাজার রামকানাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত বেশিরভাগ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল