আরও পড়ুন: গ্রামের তিনটি মন্দিরে একসঙ্গে চুরি, খোয়া গেল বিগ্রহের যাবতীয় অলঙ্কার
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্যাম্পের উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এনএসএস আয়জিত এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন, "কমিউনিটি সেবা প্রদানের লক্ষ্যে তরুণ শিক্ষার্থীদের নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে এখানে অংশ নিয়েছেন। এনএসএস প্রোগ্রামটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে চালু করা হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৬০ টি কলেজে এই প্রোগ্রামটি চলে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ১২,৮০০ স্বেচ্ছাসেবক আছেন।" আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে।
advertisement