TRENDING:

East Bardhaman News- পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪০ তম জন্মজয়ন্তী পালিত হল মঙ্গলকোটের কোগ্রামে 

Last Updated:

পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪০ তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হল কুমুদ সাহিত্য মেলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪০ তম জন্মজয়ন্তী পালিত হল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কোগ্রামে (East Bardhaman News)। কুমুদ সাহিত্য কমিটির পক্ষ থেকে কোগ্রামে অজয় নদের ধারে কবির জন্মভিটেতে গাছগাছালিতে ভরা পরিবেশের মধ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। উপস্থিত ছিলেন কুমুদরঞ্জন মল্লিক এর নাতনি মহেশ্বেতা বন্দ্যোপাধ্যায়, কবি কাজি নজরুল ইসলামের নাতনি সোনালী কাজি সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা। কুমুদ সাহিত্য কমিটির পক্ষ থেকে বিগত দু’দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে এই কুমুদ সাহিত্য মেলা। প্রতি বছরের মত এবারও তার ব্যতিক্রম হয়নি। কমিটির পক্ষ থেকে এদিন আমন্ত্রিত ব্যক্তিদের হাতে বিভিন্ন পুরষ্কার তুলে দেওয়া হয়। পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের হাতে ‘কুমুদ সাহিত্য রত্ন’ পুরষ্কার তুলে দেওয়া হয় এদিন। ‘বিধান রায় রত্ন’ পুরষ্কার দেওয়া হয় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটকের হাতে। বিশিষ্ট পুলিশ আধিকারিক তথা লোকো গবেষক ও সাহিত্যিক সুখেন্দু হীরার হাতে তুলে দেওয়া হল ‘লোচন দাস রত্ন’, 'নজরুল ইসলাম রত্ন’-এর মত বেশ কিছু পুরষ্কার তুলে দেওয়া হয় পুলিশ, আইনজীবি, সাংবাদিক,শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরের কৃতি মানুষের হাতে। এছাড়াও সারা রাজ্যে বিভিন্ন প্রান্তের অন্তত ২০ জন গুণী মানুষের হাতে সম্মাননা জ্ঞাপন করা হয়।
advertisement

এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক সুশোভন বাবু বলেন, "এই সম্মান পেয়ে আমার দায়িত্ব আরো অনেক গুণ বেড়ে গেল। যতদিন বাঁচবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।" এদিকে পুলিশ আধিকারিক সুখেন্দু হীরা বলেন, "এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশে কুমুদ সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে , খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান ও সাহিত্য-সংস্কৃতি চর্চা অনেকটা কমে গেছে । যুবসমাজের কাছে এই চর্চা তুলে ধরতে হবে আমাদের। " পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের প্রকাশিত বই তুলে দেওয়া হয় উপস্থিত সমস্ত মানুষের হাতে। কার্যত এদিন কোগ্রামে কবির জন্ম ভিটে মধুকর প্রাঙ্গণে আম ও তেঁতুল গাছের তলায় বসেছিল কবি-সাহিত্যিকদের চাঁদের হাট। (East Bardhaman News)

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪০ তম জন্মজয়ন্তী পালিত হল মঙ্গলকোটের কোগ্রামে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল