TRENDING:

Purba Bardhaman: নির্জন জঙ্গলেই চলছিল রমরমা কারবার! ভাতারে অভিযানে নেমে অবাক পুলিশ

Last Updated:

জনহীন এলাকা বলেই ওড়গ্রামের এই জঙ্গলকে বেছে নিয়েছিল অভিযুক্তরা, এমনটাই মনে করছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: পূর্ব বর্ধমানের ওড়গ্রামের জঙ্গলে চলছিল কীসের কারবার! অভিযানে নেমে অবাক পুলিশ। উত্তরবঙ্গ থেকে গাড়িতে করে গাঁজা নিয়ে এসে ওড়গ্রামের জঙ্গলে তা বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে ভাতার থানার পুলিশ। তাতেই মিলেছে সাফল্য।
ভাতাড় থানার অভিযানে সাফল্য৷
ভাতাড় থানার অভিযানে সাফল্য৷
advertisement

বিপুল পরিমাণ গাঁজা নিয়ে পূর্ব বর্ধমানে বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন ৫ জন। ভাতার থানার পুলিশ শনিবার সন্ধ্যায় ওড়গ্রাম জঙ্গল মহল থেকে তাঁদের পাকড়াও করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রবিউল মিঞা, প্রসেনজিত্‍ বর্মন, তপু চৌধুরী, সঞ্জীব সিংহ এবং সব্যসাচী চৌধুরী। কোচবিহার থেকে দু টি চারচাকা গাড়িতে ওই গাঁজা নিয়ে আসা হয়েছিল। জনহীন এলাকা বলেই ওড়গ্রামের এই জঙ্গলকে বেছে নিয়েছিল গাঁজার কারবারীরা, এমনটাই মনে করছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: দেশরক্ষায় গিয়ে উধাও নন্দকুমারের যুবক! বায়ুসেনা জওয়ান ছেলেকে ফিরে পেতে মরিয়া পরিবার

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রবিউল ও প্রসেনজিত্‍ কোচবিহারের শীতলখুচির বাসিন্দা। বাকিদের মধ্যে সব্যসাচী ভাতারের বলগোনা এবং অন্য দু’জন বর্ধমান শহরের রাজাবাগান এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের ব্যবহৃত দু’টি দামি চারচাকা গাড়ি থেকে মোট ২১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও গাড়ি দু’টি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে করে গাঁজা পাচারকারী দলটি শনিবার সন্ধ্যায় ওড়গ্রাম জঙ্গল এলাকায় আসে। সেখানেই তাঁদের ওই বিপুল পরিমাণ গাঁজা খরিদ্দারদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। দলটির এই পরিকল্পনার কথা গোপন সূত্রে জানতে পারে ভাতার থানার পুলিশ। এর পর পুলিশের একটি দল সেখানে হানা দিলে গাঁজা কারবারিরা পালানোর চেষ্টা করেন। পুলিশ পিছু ধাওয়া করে ধরে ফেলে তাদের। এর পর তল্লাশি চালিয়ে ৩টি প্লাস্টিকের ব্যাগ থেকে ২১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাদক আইনের ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার পাঁচ ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে। পুলিশের আবেদনের ভিত্তিতে রবিউল ও তপুকে পুলিশি হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গাঁজা পাচারের এই চক্রে আর কেউ যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: নির্জন জঙ্গলেই চলছিল রমরমা কারবার! ভাতারে অভিযানে নেমে অবাক পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল