TRENDING:

Kalna Crocodile: জলে কুমির, বোমা ফাটিয়ে ভাগীরথীর বুকে তর্পণ চলল কালনায়

Last Updated:

এ দিন ভোর থেকেই মহালয়া উপলক্ষে ভাগীরথীর বিভিন্ন ঘাটে ভিড় জমতে থাকে৷ কুমিরের আতঙ্ক দূর থেকে আগে থেকে সতর্ক ছিল প্রশাসনও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবকুমার দাস, কালনা: মাত্র কয়েকদিন আগেই গৃহস্থের বাড়ির সামনে হাজির হয়ে কালনাবাসীর পিলে চমকে দিয়েছিল সে৷ কিন্তু তর্পণ করতে গেলে যে জলে থুড়ি ভাগীরথীতে নামতেই হবে৷ কুমিরের আতঙ্ক দূর করতে তাই কালনায় তর্পণের দিন সকালে বিশেষ ব্যবস্থা নিতে হল প্রশাসনকে৷ রীতিমতো বোমা ফাটিয়ে চলল কুমির তাড়ানোর চেষ্টা৷ লঞ্চে করেও টহল দিল পুলিশ এবং বন দফতর৷
এই কুমিরেরই দেখা মিলেছিল কালনার রাস্তায়৷
এই কুমিরেরই দেখা মিলেছিল কালনার রাস্তায়৷
advertisement

কয়েক দিন আগেই কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে একটি পাড়ার মধ্যে ঢুকে পড়ে বিশালাকার কুমির৷ বাড়ির সামনে এ ভাবে কুমির হেঁটে বেড়াতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন৷ পরে কুমিরটি ভাগীরথী- জলেই ফিরে যায়৷ সেই থেকেই কালনাবাসীর মনে কুমির নিয়ে তৈরি হয়েছে ভয়৷ স্নান করতেও ভাগীরথীর জলে নামতে ভয় পাচ্ছেন মানুষ৷

advertisement

আরও পড়ুন: চরম প্রতিশোধের আগে হুঁশিয়ারি ইজরায়েলের, গাজায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন মানুষ

এ দিন ভোর থেকেই মহালয়া উপলক্ষে ভাগীরথীর বিভিন্ন ঘাটে ভিড় জমতে থাকে৷ কুমিরের আতঙ্ক দূর থেকে আগে থেকে সতর্ক ছিল প্রশাসনও৷

কুমিরকে ঘাটের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে গত দু দিন ধরেই জল বোমা ফাটানো হচ্ছিল৷ এ দিন সকাল থেকেও একই ভাবে ফের বোমা ফাটিয়ে কুমির তাড়ানোর চেষ্টা হয়৷ লঞ্চে করেও চলে টানা নজরদারি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কুমিরের আতঙ্ক থাকলেও মহালয়ার সকালে কালনায় ভাগীরথীর বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন৷ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসনও৷

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Kalna Crocodile: জলে কুমির, বোমা ফাটিয়ে ভাগীরথীর বুকে তর্পণ চলল কালনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল