TRENDING:

Bardhaman News: মন্ডা খেয়েছেন? ভিডিওতে দেখুন কী ভাবে বাননো হয় বর্ধমানের বিখ্যাত মন্ডা মিষ্টি!

Last Updated:

Bardhaman News: বর্ধমানের মন্ডা মিষ্টির খ্যাতি গোটা দেশে। জেনে নিন কী ভাবে তৈরি হয় এই মিষ্টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: বর্ধমানের সঙ্গে জড়িয়ে রয়েছে সীতাভোগ-মিহিদানার নাম। খ্যাতি লাভ করেছে শক্তিগড়ের লাংচাও। এই দুয়েকটি মিষ্টিই যে বর্ধমানের নামকরা মিষ্টি তা কিন্তু নয়। বর্ধমানের বড়া চৌমাথার মণ্ডাও বেশ বিখ্যাত।এখানকার মণ্ডার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ছে । সে জন্য বর্ধমান- সিউড়ি চলাচলকারীরা গাড়ি থামিয়ে একবার মণ্ডার স্বাদ নিতে নেমে পড়েন বড়া চৌমাথায়। কলকাতা থেকে তারাপীঠ কিংবা বোলপুর-শান্তিনিকেতন যাওয়ার জন্য অনেকেই এখন এই রাস্তা ব্যবহার করেন । ফলে জাতীয় সড়কের পাশে গজিয়ে ওঠা এই ছোট্ট জনপথে অনেকেই দাঁড়িয়ে পড়েন মন্ডারটানে । দোকানে চা সিঙাড়া খাওয়ার পাশাপাশি মন্ডাকিনতে ভোলেন না পর্যটকরা ।
advertisement

এখানকার মণ্ডা এতটাই খাস্তা , যে মুখে দিলেই সন্দেশের মতো মিলিয়ে যায় । ৫-১০ টাকা পর্যন্ত দামের মন্ডারয়েছে বড়া চৌমাথায় । ছানার সঙ্গে খুব অল্প পরিমাণে চিনি দিয়ে এই সুস্বাদু মণ্ডা তৈরি করেন এখানকার কারিগররা । ফলে এর স্বাদও অসাধারণ।

তবে পুরোটাই নির্ভর করছে এর পাকের উপর । ঠিকমতো পাক দিতে না পারলে কমে মন্ডার মান। তাই সেইদিকে তীক্ষ্ণ নজর থাকে ময়রার। আর গত ৪৫ বছর ধরে সেই কাজে সিদ্ধহস্ত বড়া চৌমাথার মন্ডারকারিগররা । ফলে মণ্ডার লোভ কিছুতেই ছাড়তে পারেন না এলাকাবাসীদের পাশাপাশি দূর দুরান্ত থেকে আসা মানুষ জনরাও । দোকানে বসে খাওয়া ছাড়াও বাড়ির জন্যও তাঁরা নিয়ে যান বড়া চৌমাথার এই স্পেশাল মন্ডা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: মন্ডা খেয়েছেন? ভিডিওতে দেখুন কী ভাবে বাননো হয় বর্ধমানের বিখ্যাত মন্ডা মিষ্টি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল