সদ্যই মুম্বইয়ের ডিনার ডেটে নিকের সঙ্গে প্রথমবার অফিসিয়াল সাক্ষাৎ করেছেন মধু চোপড়া ৷ সকলেই অপেক্ষা করেছিল সেই সাক্ষাতের পর মধুর প্রতিক্রিয়া শোনার জন্য ৷ সম্প্রতি ডিএনএ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু জানান, নিকের সঙ্গে তাঁর দেখা হয়েছে ঠিকই কিন্তু এখনও নিজের মতামত জানানোর সময় আসেনি ৷ প্রথমবার নিককে মিট করেছেন মধু ৷ তবে একান্তে কথা বলার তেমন সুযোগ হয়নি বলে জানিয়েছেন হবু শাশুড়ি ৷ ডিনারে অনেক বেশি লোকের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে ৷ ফলে মেয়ে প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট আমেরিকান এই গায়ক-অভিনেতাই তাঁর পরিবারের স্থায়ী সদস্য হচ্ছেন কী না তা খোলসা করেননি মধু ৷
advertisement
আরও পড়ুন: নিকের জন্য ‘আইফা’ বাতিল করলেন প্রিয়াঙ্কা !
Location :
First Published :
June 25, 2018 9:54 AM IST