TRENDING:

আপনার নামের প্রথম অক্ষর কী? আপনি 'কেমন' মানুষ, জানতে পারবেন এই তালিকা দেখে

Last Updated:

name first letter: নামের প্রথম অক্ষর বলে দেবে আপনি কেমন মানুষ, আপনার পার্সোনালিটি কেমন! দেখে নিন তালিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নামের আদ্যক্ষর আপনার সম্পর্কে অনেক কথা বলে দিতে পারে। আপনার নামের প্রথম অক্ষর বলে দিতে পারে, আপনি আসলে কেমন মানুষ! আপনার পার্সোনালিটি কেমন, তাও অনেকটা নির্ভর করে নামের প্রথম অক্ষরের উপর। আজ আমরা যে কোনও ব্যক্তির নামের আদ্যক্ষর অনুযায়ী তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে বলব-
advertisement

A- আপনি খুব এখটা রোম্যান্টিক নন। বাস্তবাদী মানুষ। কিছু কিছু ক্ষেত্রে আপনি অধৈর্য হয়ে পড়েন। তবে আপনি নম্র ও খোলা মনের মানুষ।

B- রোম্যান্টিক। উপহার দিতে ও পেতে ভালবাসেন। অ্যাডভেঞ্চার পছন্দ। ধৈর্যশীল। অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন।

আরও পড়ুন- ‘Z’-এর সঠিক উচ্চারণ কোনটা? ‘জেড’ না কি ‘জি’? সারা জীবন কি ভুলটাই বললেন, জেনে নিন

advertisement

C- সংবেদনশীল। প্রশংসা খুব পছন্দ করেন। ঘনিষ্ঠ বন্ধু বা কোনও সহকর্মীকে গোপনে পছন্দ করেন।

D- সৎ। ভালবাসায় বিশ্বাস রাখেন। কাউকে ভালবাসলে তাঁর জন্য সব করতে পারেন।

E- কাজ ভালবাসেন। যে কোনও কাজ শুরু করলে শেষ দেখে ছাড়েন। পরিবারের প্রতি টান একটু বেশিই। বই পড়তে ভালবাসেন।

F- সাহসী ও উদার। তবে কেউ খারাপ আচরণ করলে প্রতিবাদ করতে পারেন। প্রতিশোধস্পৃহা কাজ করে।

advertisement

G- সহজে ক্লান্ত হন না। দায়িত্ব ও কর্তব্যে অবিচল। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান। তবে ব্যস্ততা আপনার নিত্যসঙ্গী।

H- জ্ঞানী। তবে চারপাশের মানুষের কথাবার্তা আপনাকে বিচলিত করে। কখনও কখনও লোকের কথা শুনে নিজের টার্গেট থেকে সরে যান।

I- আর্থিক স্বচ্ছলতাকে বেশি প্রাধান্য দেন। বাস্তববাদী। পরিবর্তন ভালবাসেন। তবে অনেক সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

advertisement

J- ভাল কথা বলতে পারেন। ফলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বজায় থাকে। তবে অর্ধৈর্য হয়ে যান মাঝেসাঝে।

K- লাজুক। ব্যবসা করে স্বাধীন পেশা বেছে নিতে চান। মনটা সব সময় উজ্জীবিত থাকে।

L- ঝুঁকি নিতে ভালবাসেন। বুদ্ধিমান।

M- লাজুক। কিছু ক্ষেত্রে স্বার্থপর। তবে ডাউন টু আর্থ।

N- কল্পনাপ্রবণ। ঝুঁকি নিতে ভালবাসেন। চারপাশের যে কোনও ভাল জিনিস উপভোগ করতে ভালবাসেন। নতুন কিছু আনন্দ দেয়।

advertisement

O- নতুন কারও সঙ্গে আলাপ করতে ভালবাসেন। সব সময় বিভিন্ন কাজে জড়িয়ে থাকেন।

P- ইমেজ বজায় রাখতে চান। পরিণত মানসিকতার মানুষ।

Q- চারপাশের মানুষের আচরণের উপর আপনার ব্যবহার নির্ভর করে। আপনি সব সময় গতিতে যে কোনও কাজ করতে ভালবাসেন।

আরও পড়ুন- বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত বলুন তো? নামটা শুনলেই চমকে যাবেন

R- খোলা মনের মানুষ। এমন কাউকে সঙ্গী হিসেবে পছন্দ করেন, যিনি আপনার সমকক্ষ।

S- স্বপ্ন দেখতে ভালবাসেন। কিছু ক্ষেত্রে নার্ভাস। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেন।

T- নিজের মতো করে জীবন যাপন করেন। জেদি। উপদেশ নিতে পছন্দ করেন না।

U- নতুন চ্যালেঞ্জ ভালবাসেন। যে কোনও কাজ শুরু করেন উদ্যম নিয়ে। প্রেমেই সর্বসুখ বলে মনে করেন।

V- স্বাধীনতা ভালবাসেন। আবেগে ভাসলে দুর্বল।

W- প্রিয়জনের চেয়ে মূল্যবান আপনার কাছে আর কিছুই নেই। সিদ্ধান্ত নিয়ে ফেললে পিছপা হন না।

X- প্রতিভাবান। মাল্টিটাস্কিং করতে ভালবাসেন।

Y- সব সময় নিজেকে প্রমাণ করতে চান। জেতার খিদে প্রচণ্ড।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

Z- সবাইকে সাহায্য করতে ভালবাসেন। সহজে ভেঙে পড়েন না। নিজের অনুভূতি কাউকে দেখান না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আপনার নামের প্রথম অক্ষর কী? আপনি 'কেমন' মানুষ, জানতে পারবেন এই তালিকা দেখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল