A- আপনি খুব এখটা রোম্যান্টিক নন। বাস্তবাদী মানুষ। কিছু কিছু ক্ষেত্রে আপনি অধৈর্য হয়ে পড়েন। তবে আপনি নম্র ও খোলা মনের মানুষ।
B- রোম্যান্টিক। উপহার দিতে ও পেতে ভালবাসেন। অ্যাডভেঞ্চার পছন্দ। ধৈর্যশীল। অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন।
আরও পড়ুন- ‘Z’-এর সঠিক উচ্চারণ কোনটা? ‘জেড’ না কি ‘জি’? সারা জীবন কি ভুলটাই বললেন, জেনে নিন
advertisement
C- সংবেদনশীল। প্রশংসা খুব পছন্দ করেন। ঘনিষ্ঠ বন্ধু বা কোনও সহকর্মীকে গোপনে পছন্দ করেন।
D- সৎ। ভালবাসায় বিশ্বাস রাখেন। কাউকে ভালবাসলে তাঁর জন্য সব করতে পারেন।
E- কাজ ভালবাসেন। যে কোনও কাজ শুরু করলে শেষ দেখে ছাড়েন। পরিবারের প্রতি টান একটু বেশিই। বই পড়তে ভালবাসেন।
F- সাহসী ও উদার। তবে কেউ খারাপ আচরণ করলে প্রতিবাদ করতে পারেন। প্রতিশোধস্পৃহা কাজ করে।
G- সহজে ক্লান্ত হন না। দায়িত্ব ও কর্তব্যে অবিচল। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান। তবে ব্যস্ততা আপনার নিত্যসঙ্গী।
H- জ্ঞানী। তবে চারপাশের মানুষের কথাবার্তা আপনাকে বিচলিত করে। কখনও কখনও লোকের কথা শুনে নিজের টার্গেট থেকে সরে যান।
I- আর্থিক স্বচ্ছলতাকে বেশি প্রাধান্য দেন। বাস্তববাদী। পরিবর্তন ভালবাসেন। তবে অনেক সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
J- ভাল কথা বলতে পারেন। ফলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বজায় থাকে। তবে অর্ধৈর্য হয়ে যান মাঝেসাঝে।
K- লাজুক। ব্যবসা করে স্বাধীন পেশা বেছে নিতে চান। মনটা সব সময় উজ্জীবিত থাকে।
L- ঝুঁকি নিতে ভালবাসেন। বুদ্ধিমান।
M- লাজুক। কিছু ক্ষেত্রে স্বার্থপর। তবে ডাউন টু আর্থ।
N- কল্পনাপ্রবণ। ঝুঁকি নিতে ভালবাসেন। চারপাশের যে কোনও ভাল জিনিস উপভোগ করতে ভালবাসেন। নতুন কিছু আনন্দ দেয়।
O- নতুন কারও সঙ্গে আলাপ করতে ভালবাসেন। সব সময় বিভিন্ন কাজে জড়িয়ে থাকেন।
P- ইমেজ বজায় রাখতে চান। পরিণত মানসিকতার মানুষ।
Q- চারপাশের মানুষের আচরণের উপর আপনার ব্যবহার নির্ভর করে। আপনি সব সময় গতিতে যে কোনও কাজ করতে ভালবাসেন।
আরও পড়ুন- বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত বলুন তো? নামটা শুনলেই চমকে যাবেন
R- খোলা মনের মানুষ। এমন কাউকে সঙ্গী হিসেবে পছন্দ করেন, যিনি আপনার সমকক্ষ।
S- স্বপ্ন দেখতে ভালবাসেন। কিছু ক্ষেত্রে নার্ভাস। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেন।
T- নিজের মতো করে জীবন যাপন করেন। জেদি। উপদেশ নিতে পছন্দ করেন না।
U- নতুন চ্যালেঞ্জ ভালবাসেন। যে কোনও কাজ শুরু করেন উদ্যম নিয়ে। প্রেমেই সর্বসুখ বলে মনে করেন।
V- স্বাধীনতা ভালবাসেন। আবেগে ভাসলে দুর্বল।
W- প্রিয়জনের চেয়ে মূল্যবান আপনার কাছে আর কিছুই নেই। সিদ্ধান্ত নিয়ে ফেললে পিছপা হন না।
X- প্রতিভাবান। মাল্টিটাস্কিং করতে ভালবাসেন।
Y- সব সময় নিজেকে প্রমাণ করতে চান। জেতার খিদে প্রচণ্ড।
Z- সবাইকে সাহায্য করতে ভালবাসেন। সহজে ভেঙে পড়েন না। নিজের অনুভূতি কাউকে দেখান না।