আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে বড়ো হুইস্কির বোতল নিলামে! ৩১১ লিটার হুইস্কির দাম কত পড়বে জানেন?
- জীবিত ব্যক্তির (মহিলা) দীর্ঘতম আঙুল: ১১.২ সেমি (৪.৪০ ইঞ্চি)
- জীবিত ব্যক্তির (মহিলা) ডান হাতের পরিমাপ ২৪.৯৩ সেমি (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাতের পরিমাপ ২৪.২৬ সেমি (৯.৫৫ ইঞ্চি)
- জীবিত ব্যক্তির (মহিলা) দীর্ঘতম পিঠ: ৫৯.৯০ সেমি (২৩.৫৮ ইঞ্চি)
advertisement
রুমেয়সা গেলগির জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি। পেশায় রুমেয়সা একজন আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-এন্ড ডেভেলপার। বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মহিলা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয় করেন ২০২১ সালের অক্টোবর মাসে।
রুমেয়সার সাম্প্রতিক পরিমাপ থেকে জানা গিয়েছে তাঁর উচ্চতা ২১৫.১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)। রুমেয়সার বিশ্বব্যাপী জনপ্রিয়তাও এখন বেশ বেশি। ইউটিউবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পোস্ট করা একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে নিজের কথা বলেছেন রুমেয়সা, জন্মগতভাবে যে রোগটি দেখা গিয়েছিল সেই সম্পর্কে ব্যাখ্যাও করেছেন রুমেয়সা।
আরও পড়ুন- জ্যান্ত বার্বি সাজবেন, স্তন, ঠোঁট, নিতম্বের অস্ত্রোপচারে যুবতীর খরচ করলেন কত?
“ছোটবেলায় আমি অনেক বঞ্চিত হয়েছি, কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রাখতে পারেন,” বলেন রুমেয়সা। “কিশোরী বয়সে ২০১৪ সালে আমার প্রথম রেকর্ড জিতেছিলাম এবং এর জন্য আমি কৃতজ্ঞ,” জানান রুমেয়সা গেলগি।
শারীরিক অক্ষমতার কারণে সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন রুমেয়সা এবং খুব অল্প সময়ই হাঁটতে পারেন।