TRENDING:

হিমালয়ের কোলে 'বিশ্বের সর্বোচ্চ অবস্থানের' শিব মন্দির! ভারতের অবিশ্বাস্য সৌন্দর্যে মুগ্ধ নরওয়ের কূটনীতিক

Last Updated:

World's highest located shiva temple: তাঁর শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে সাদা বরফের চাদরে ঢাকা হিমালয়ে মহাদেবের মন্দিরের ৩৬০ ডিগ্রি এরিয়াল ভিউ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরওয়ের কূটনীতিক এরিক সোলহেইম আরও একবার মুগ্ধ ভারতের অবিশ্বাস্য সৌন্দর্যে৷ তিনি পোস্ট করেছেন হিমালয়ের কোলে ‘বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দিরের’ অপরূপ দৃশ্য৷ ট্যুইটারে তাঁর পোস্ট শেয়ার করা হয়েছে রবিবার৷ ইতিমধ্যেই ভিউজ ছাপিয়ে গিয়েছে ৭ লক্ষ ২০ হাজার এবং লাইক এসেছে ৫০ হাজারের বেশি৷ পোস্টের ক্যাপশনে কূটনীতিক লিখেছেন ‘অবিশ্বাস্য ভারত! বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মহাদেব মন্দির৷ বিশ্বাস, উত্তরাখণ্ডের এই মন্দিরের বয়স ৫০০০ বছর৷’
তিনি পোস্ট করেছেন হিমালয়ের কোলে ‘বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দিরের’ অপরূপ দৃশ্য
তিনি পোস্ট করেছেন হিমালয়ের কোলে ‘বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দিরের’ অপরূপ দৃশ্য
advertisement

তাঁর শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে সাদা বরফের চাদরে ঢাকা হিমালয়ে মহাদেবের মন্দিরের ৩৬০ ডিগ্রি এরিয়াল ভিউ৷ প্রেক্ষাপটে শোনা যাচ্ছে ‘কেদারনাথ’ ছবির ‘নমো নমো’ গান৷ নেটিজেনদের মন জয় করে নিয়েছে এই পোস্ট৷ তবে কিছু নেটিজেন ধরিয়ে দিয়েছেন ক্যাপশনের ভ্রান্তিও৷ একজন লিখেছেন ‘মন্দিরের স্থাপত্য অসাধারণ৷ তুষারধস থেকে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে নিজের অস্তিত্ব ধরে রেখেছে এই মন্দির৷’ আর এক জনের কথায় ‘পঞ্চকেদারের অন্যতম তুঙ্গনাথ মন্দিরের ছবি৷ এই মন্দির পর্যন্ত ট্রেকিংয়ের অভিজ্ঞতা অসাধারণ৷ একটু উপরেই আছে চন্দ্রশিলা৷ সেখান থেকে হিমালয়ের শৃঙ্গগুলির দৃশ্য অপূর্ব৷ ’

advertisement

আরও পড়ুন : বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে জামদানি শাড়ির নকশা! সঙ্গে বাঘ, সুন্দরবন

আরও পড়ুন :  বড় অঘটন ঘটতে পারে, শহরের দুই মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

যাঁরা কূটনীতিক সোলহেইমের ভুল ধরিয়ে দিয়েছেন তাঁদের মত এই মন্দির কোনওমতেই ৫০০০ বছরের প্রাচীন নয়৷ এক নেটিজেন লিখেছেন এই মন্দির অষ্টম শতকে তৈরি৷ তার আগে কোনও ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিক নিদর্শন থাকলেও তা এই তুষাররাজ্যে খুঁজে পাওয়া কঠিন৷ কারওর মতে, এটি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরও নয় ৷ তবে সরকারি সাইট থেকে জানা যাচ্ছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ৩৬৮০ মিটার উচ্চতায় অবস্থিত তুঙ্গনাথ মন্দির বিশ্বের সর্বোচ্চ অবস্থানে অবস্থিত মহাদেবের মন্দির৷ প্রচলিত বিশ্বাস, এই দেবালয় ১ হাজার বছরের প্রাচীন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হিমালয়ের কোলে 'বিশ্বের সর্বোচ্চ অবস্থানের' শিব মন্দির! ভারতের অবিশ্বাস্য সৌন্দর্যে মুগ্ধ নরওয়ের কূটনীতিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল