মেষ: এই রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা। খুব ভালো না হলেও মধ্যম ফল পাবেন। মেষ রাশির কর্ম অধিপতি শনি । বৃষ: এই রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কুম্ভে, বৃহস্পতির অবস্থান। তাই শুভ ফল পাবেন।
মিথুন: মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের ফলে এবং বৃহস্পতির দৃষ্টি আর্কষণে মধ্যম ফল পাবেন। কর্কট: এই রাশির সঙ্গে শনি, কেতুর যোগ। তাই শুভ ফল পাবেন।
advertisement
সিংহ: সিংহ রাশির কর্মে শুক্রের অবস্থান। শুভ ফল পাবেনই। কন্যা: কর্ম অধিপতি বুধ। তবুও মধ্যম ফল পাবেন।
তুলা: কর্মে মঙ্গলের অবস্থান। মধ্যম ফল পাবেন। বৃশ্চিক: মাসের শুরুতে খারাপ ফল পেলেও, শেষে উন্নতি করবেন।
ধনু: এই রাশির ক্ষেত্রেও খুব একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা নেই। ধনু রাশির শনির সারেসাতির শেষ পর্যায় চলছে। মকর: জাতক জাতিকারা অবশ্যই শুভ ফল পাবেন।
কুম্ভ: তেমন কিছু ভালো ফল পাওয়ার আশা না রাখাই ভালো। শনির সারেসিতে প্রথম পর্যায় চলছে। মীন: এই রাশির জাতক-জাতিকারাও মধ্যম ফল পাবেন।