TRENDING:

Viral News: মৃত্যুর ২৭ মিনিট পরে হঠাৎ বেঁচে উঠলেন! হিজিবিজি কেটে মহিলা যা লিখলেন..গায়ে কাঁটা দেয়

Last Updated:

চিকিৎসকেরা জানান, সাধারণত, ৫-১০ মিনিট যদি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে, তাহলে হয় সংশ্লিষ্ট ব্যক্তির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, নয় তিনি মারা যান৷ টিনার ক্ষেত্রে এই সময়টা ছিল ২৭ মিনিট৷ কিন্তু, তা-ও তাঁর মস্তিষ্কে কোনও সমস্যা দেখা দেয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকা: পরপাড় বলে কি সত্যিই কিছু আছে? শতকের পর শতক ধরে শুধু এরই উত্তর খোঁজার চেষ্টা করছে মানুষ৷ মৃত্যুমুখ থেকে ফিরে আসা বহু মানুষের মুখে শোনা গিয়েছে তাঁদের অভিজ্ঞতা কথা৷ তাঁদের একেক জনের বর্ণনা একেক রকম৷ সম্প্রতি অ্যারিজোনার এক মহিলার অভিজ্ঞতার কথাও সামনে এসেছে৷ তিনি যা বলেছেন, তা শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে৷
advertisement

বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অ্যারিজোনার বাসিন্দা টিনা হাইন৷ তাঁর স্বামী একাধিক বার তাঁকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও কোনও ফল হননি৷ যতক্ষণে তাঁদের বাড়িতে প্যারামেডিক্যাল টিম পৌঁছেছে, টিনা নীল হতে শুরু করে দিয়েছিলেন৷

এমনকি, অ্যাম্বুল্যান্সেও তাঁর হৃদযন্ত্র ফের চালু করার চেষ্টা করেন স্বাস্থ্যকর্মীরা৷ কিন্তু অসফল হন৷ শেষে, হাসপাতালে ঘটে মিরাকল৷ হাসপাতালে ডিফাইব্রিলেটর ব্যবহারের পরেই ফের চালু হয় টিনার হৃদযন্ত্র৷ এর মাঝে ২৭টা মিনিট কেটে গিয়েছে৷ অর্থাৎ, এই ২৭ মিনিট কার্যত মৃতই ছিলেন টিনা৷

advertisement

আরও পড়ুন: সিঁদুর খেলা থেকে ভাসান, জমিয়ে নাচ রানির! বাঙালি সাজে চমকে দিলেন কাজলও, দেখুন ছবি

চিকিৎসকেরা জানান, সাধারণত, ৫-১০ মিনিট যদি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে, তাহলে হয় সংশ্লিষ্ট ব্যক্তির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, নয় তিনি মারা যান৷ টিনার ক্ষেত্রে এই সময়টা ছিল ২৭ মিনিট৷ কিন্তু, তা-ও তাঁর মস্তিষ্কে কোনও সমস্যা দেখা দেয়নি৷

advertisement

টিনার পরিবার সূত্রের খবর, পরের দিন সংজ্ঞা ফিরে পাওয়া মাত্রই একটি কাগজে পরপার নিয়ে কী যেন একটা লেখেন৷ প্রথমে তো সেই লেখার কিছুই বুঝতে পারেননি টিনার মেয়ে৷ স্বামী অনেকক্ষণ ধরে স্ত্রীয়ের লেখা দেখে বুঝতে পারেন, তাতে লেখা রয়েছে, ‘ইট ইস রিয়েল’, এটা সত্যি৷ কোনটা সত্যি? যন্ত্রণা? হাসপাতাল? কোনটা? প্রশ্ন করেন তাঁর স্বামী৷ টিনা ঘাড় নেড়ে ‘না’-এ জবাব দেন৷ তখন তাঁর মেয়ে তাঁকে প্রশ্ন করেন, তাহলে কি ‘স্বর্গ’, হেভেন? টিনা উত্তর দেন হ্যাঁ৷

advertisement

আরও পড়ুন: আরও পড়ুন: বীভৎস মুখ, ভয়ঙ্কর চেহারা! আপনার আশপাশেই থাকে এই প্রাণী, কিসের ছবি বলুন তো? হু হু করে ভাইরাল

টিনা পরে নিজের মুখে জানিয়েছিলেন, পরপারে তিনি এক অদ্ভুত জ্যোতি দেখতে পেয়েছিলেন৷ উজ্জ্বল এবং হলুদ এক আলো৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ওই ঘটনায় টিনার মস্তিষ্কে কোনও সমস্যা তৈরি হয়নি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মৃত্যুর ২৭ মিনিট পরে হঠাৎ বেঁচে উঠলেন! হিজিবিজি কেটে মহিলা যা লিখলেন..গায়ে কাঁটা দেয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল