Durga Puja 2023: সিঁদুর খেলা থেকে ভাসান, জমিয়ে নাচ রানির! বাঙালি সাজে চমকে দিলেন কাজলও, দেখুন ছবি

Last Updated:
বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের আগে সিঁদুর খেলায় মাততে দেখা গেল রানি মুখোপাধ্যায়কে৷
1/7
পুজো শেষ৷ এবারে মা উমার ছেলেমেয়ে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আপামর বাঙালির মনখারাপ৷ প্রতিবছরের মতো এবছরও হইহই করে মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতে পালিত হল দুর্গোৎসব৷ কে না এসেছিলেন সেখানে, কাজল, রানি মুখোপাধ্যায় তো ঘরের মেয়ে৷ বড় মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন হেমা মালিনী৷ এসেছিলেন কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কাইফ৷
পুজো শেষ৷ এবারে মা উমার ছেলেমেয়ে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আপামর বাঙালির মনখারাপ৷ প্রতিবছরের মতো এবছরও হইহই করে মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতে পালিত হল দুর্গোৎসব৷ কে না এসেছিলেন সেখানে, কাজল, রানি মুখোপাধ্যায় তো ঘরের মেয়ে৷ বড় মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন হেমা মালিনী৷ এসেছিলেন কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কাইফ৷
advertisement
2/7
বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের আগে সিঁদুর খেলায় মাততে দেখা গেল রানি মুখোপাধ্যায়কে৷
বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের আগে সিঁদুর খেলায় মাততে দেখা গেল রানি মুখোপাধ্যায়কে৷
advertisement
3/7
ঢাকের তালের সঙ্গে কাঁসরও বাজান তিনি৷ রানির পরনে ছিল ট্র্যাডিশনাল লাল পাড় শাড়ি৷ হাতে শাখা-পলা৷
ঢাকের তালের সঙ্গে কাঁসরও বাজান তিনি৷ রানির পরনে ছিল ট্র্যাডিশনাল লাল পাড় শাড়ি৷ হাতে শাখা-পলা৷
advertisement
4/7
সিঁথিতে চওড়া সিঁদুর৷ দুই গালেও সিঁদুর খেলার চিহ্ন৷ উপস্থিত সকলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা যায় রানিকে৷ ঢাকের তালে জমিয়ে নাচেনও৷ নবমীতে মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোয় এসেছিলেন ক্যাটরিনা৷
সিঁথিতে চওড়া সিঁদুর৷ দুই গালেও সিঁদুর খেলার চিহ্ন৷ উপস্থিত সকলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা যায় রানিকে৷ ঢাকের তালে জমিয়ে নাচেনও৷ নবমীতে মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোয় এসেছিলেন ক্যাটরিনা৷
advertisement
5/7
নবমীতে ছেলে যুগকে নিয়ে পুজোয় যথারীতি পৌঁছে গিয়েছিলেন কাজলও৷
নবমীতে ছেলে যুগকে নিয়ে পুজোয় যথারীতি পৌঁছে গিয়েছিলেন কাজলও৷
advertisement
6/7
যুগকে এবার ভোগ পরিবেশনও করতে দেখা যায়৷ মণ্ডপেও প্রসাদ বিতরণ করে কাজল-অজয়ের ছেলে যুগ৷
যুগকে এবার ভোগ পরিবেশনও করতে দেখা যায়৷ মণ্ডপেও প্রসাদ বিতরণ করে কাজল-অজয়ের ছেলে যুগ৷
advertisement
7/7
বড় লাল টিপ, লাল পাড় শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় নবমীর সাজের ছবিও দিয়েছিলেন কাজল৷
বড় লাল টিপ, লাল পাড় শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় নবমীর সাজের ছবিও দিয়েছিলেন কাজল৷
advertisement
advertisement
advertisement