বাড়িতে যখনই কোনও কুরিয়্যার বা পার্সেল আসে, অনেক সময় বাড়ির বড়রা কিছু না ভেবেই, সেই প্যাকেট খুলে ফেলেন। তাদের মাথাতেও আসে না বাড়ির কোনও সদস্য, খুবই ব্যক্তিগত কোনও জিনিস অর্ডার করতে পারে। আবার অনেকেই বেশি কৌতুহলেও ইচ্ছে করে বারে বারে এই কাণ্ড ঘতান মানুষকে উত্যক্ত করার জন্য। এতে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। বিশেষ সমস্যা হয় বাড়িতে নতুন বউ বা পুত্রবধূ এলে। এমনই এক ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। জানা গিয়েছে, ওই নববধূর শাশুড়ি বারবার জিজ্ঞেস না করেই পার্সেল খুলে ফেলতেন। তখন পুত্রবধূ তাঁকে এমন শিক্ষা দেওয়ার কাণ্ড ঘটান, তাতে গোটা বাড়িতে নিস্তব্ধতা নেমে আসে। তারপর থেকে সম্ভবত শাশুড়ি আর কখনও বউমার পার্সেল খোলার সাহস দেখাননি।
advertisement
MIL wouldn’t stop opening my packages… so I decided to send her something she really wouldn’t want to see.
শাশুড়ির অনুমতি ছাড়া পার্সেল খোলার অভ্যাসের প্রতিশোধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছেন এক মহিলা। Reddit-এ শেয়ার করা গল্পে, মহিলা ব্যাখ্যা দেন কীভাবে শাশুড়ি অনুমতি ছাড়াই প্রতিবার তার নামে আসা পার্সেল খুলতেন, যা নিয়ে বারে বারে বিরক্ত প্রকাশ করেও কোনও লাভ হয়নি। আর তারপরই তিনি এমন একটি পদক্ষেপ নেন যাকে নেটিজেনরা “পারফেক্ট প্রতিশোধ” বলে অভিহিত করছে।
আরও পড়ুনঃ প্রেম, বন্ধুত্ব, এক কাপ চা, সেলফি…! সেলিব্রেশন হোক অনুভবের! আজ গার্লফ্রেন্ড ডে পালন করলেন?
Reddit থ্রেডে ওই বধূ লিখেছেন, ‘আমার সব পার্সেলে আমার নাম স্পষ্ট লেখা থাকার পরেও শাশুড়িও আমার বাক্স খুলেছিলেন এবং অজুহাত দিয়েছিলেন তিনি ভেবেছিলেন এই পার্সেল তাঁর স্বামী অর্থাৎ অভিযোগকারীর শ্বশুরের জন্য। নানা ভাবে তাঁকে দেখানোর পরেও তিনি শুধু অস্বীকার করেন নিজের কাজ। এরপর রাতারাতি তিনি একটি বড় ‘সেক্স টয়’ অর্ডার করেন। সেখানেও বাক্সের গায়ে স্পষ্ট লেখা ছিল ওই বধূর নাম।
বধূ বলেন, বাড়ির বাইরে সিসি ক্যামেরা ছিল। যখনই শাশুড়ি ডেলিভারি বয়ের ফোন পান, তখনই তিনি জানালার কাছে বসে ডেলিভারি ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। “পার্সেল বারান্দায় পড়তেই আমি তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে পার্সেলটা তুলে নিয়ে নিজের ঘরে চলে যান। তারপর নীরবতা নেমে আসে। ১৫ মিনিট পর বাড়ি গিয়ে দেখতে পান বাক্সটি বসার ঘরের টেবিলের ওপর খোলা অবস্থায় পড়ে। কেউ তা লুকিয়ে রাখেনি। এ নিয়ে কেউ কিছু বলেনি। আমার শাশুড়িও তারপর থেকে একটি কথাও বলেনি। এমন শান্তি আমি আগে কখনও পাইনি।
Reddit-এ এই পোস্টের পর অনেকেই তাদের স্টোরি শেয়ার করেছেন, একজন ইউজার লিখেছেন- আমিও আমার শ্যালিকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এরকম কিছু করেছি। আমরা যখন আমাদের পিও বক্স পেলাম, তখন তারা কয়েক সপ্তাহ ধরে রেগে ছিল, কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান হয়ে যায় তাতেই।