আরও পড়ুন– দেখলেই বুক কেঁপে উঠত অজানা মায়ায় ! ১২ বছরের বড় পুরুষকে বিয়ের গল্প হার মানাবে সিনেমাকেও
ডেইলি স্টার-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ব্রাজিলের ব্যবসায়ী পওলা গোটা পরিবারের সঙ্গে মজা করে মাছ খাওয়ার কথা ভেবেছিলেন। যদিও তার পর মুহূর্তে কী ঘটল, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। মাছটি গ্রিলে দিয়েই একপ্রকার ভয়ে কাঁপতে শুরু করেন পওলা। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাই ভাগ করে নিয়েছেন তিনি। যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরাও।
advertisement
মাছের মুখে মানুষের দাঁত:
ছুটি কাটাতে সপরিবারে ব্রাজিলের এক জায়গায় গিয়েছিলেন পওলা। সমুদ্র সৈকত থেকে মোট তিনটি মাছ কিনেছিলেন তিনি। কিন্তু কী হতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি। আসলে এর মধ্যে একটি মাছ ভীষণই অদ্ভুত ছিল। বেড়াতে গিয়ে যেখানে থাকার জন্য উঠেছিলেন, সেখানে ফিরে ডিনারে মাছ রান্নার তোড়জোড় শুরু করেন তাঁরা। এরপর মাছ ধুতে গিয়ে চমকে যান পওলা। মাছের মুখ খুলতেই ভয়ে কেঁপে ওঠেন তিনি। দেখেন ওই মাছটির মুখের চোয়াল এবং দাঁত অবিকল মানুষের মতোই। সেই ভিডিওই পওলা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায়, এমনটা দেখে তাঁর ভীষণ আজব এবং ভয়ঙ্কর ঠেকেছিল। ফলে সে রাতে আর তাঁর নৈশভোজ করাই হয়নি।
অবিকল মানুষের মতো দেখতে:
যদিও পওলার পরিবার মাছটিকে গ্রিল করেছেন। আর সাধারণ মাছের মতোই খেয়েছেন। কিন্তু পওলা খেতে পারেননি। কারণ এটা দেখতে একেবারে মানুষের মতো ছিল। আর ওই মাছটি খাওয়ার পরে পওলার পরিবার জানায় যে, সাধারণ মাছের মতোই স্বাদ ওই মাছটির। কিন্তু সেটি খাওয়ার সাহস হয়নি পওলার। মেরিন বায়োলজিস্ট জোয়া গাসপারানির মতে, এই মাছগুলির এমন দাঁত রয়েছে, কারণ তারা শেলফিশ শিকার করে। সাধারণ ভাবে এই মাছ ৩৫ ইঞ্চি দীর্ঘ হয় এবং তার ওজন হয় ৩৫ পাউন্ড।