কেমন দেখতে হয় Wolf Spiders? বাদামী বা কালচে বাদামী রঙের হয় এই মাকড়সা(Wolf Spiders Facts), গায়ে থাকে গাঢ় ডোরা দাগ৷ এমন গায়ের রঙের ফলে অন্ধকারে গা ঢাকা দিতে পারে অনায়াসে৷ ফলে লুকিয়ে থেকে সহজে শিকার ধরতে পারে এরা৷ স্ত্রী মাকড়সাগুলো পুরুষের চেয়ে বড়। উল্ফ মাকড়সার প্রায় ২৪০০ প্রজাতি রয়েছে, যা সারা বিশ্বে পাওয়া যায়। এরা তৃণভূমি, পাহাড়, মরুভূমি, রেইন ফরেস্ট এবং জলাভূমিতে বাস করে।
advertisement
সাধারণ মাকড়সার (Wolf Spiders Bite) থেকে এরা কতটা বিপজ্জনক? উত্তর হবে খুবই বেশি৷ যদিও এই ধরনের মাকড়সার বিষ খুব ক্ষতিকারক নয়, তবুও তারা যখন কামড়ায় কখন মানুষের ত্বকের সঙ্গে আটকে যায়৷ কামড়ের ফলে আক্রান্তের ব্যথা হয়, লালভাবও হয়৷ বেশ কিছু সময়ের জন্য কামড় দেওয়া অংশ ফুলে যেতে পারে৷ তবে ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যা মুক্ত হবেন আক্রান্ত ব্যক্তি৷
ভুল করেও এদের ঝাড়ু দিয়ে মারবেন না৷ সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে যে উল্ফ স্পাইডারকে ঝাড়ু দিয়ে মারতে গিয়ে হয়েছে আর এক বিপদ! ভিডিওটিতে (Wolf Spiders YouTube Video) দেখা যাচ্ছে যে একটি উল্ফ স্পাইডার মারতে গিয়ে অসংখ্য ছোট ছোট মাকড়সা বেরিয়ে আসছে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে৷ অর্থাৎ এদের শরীরের মধ্যেই থাকে ছোট ছোট আরও অনেক মাকড়সা৷ স্ত্রী উল্ফ স্পাইডার তাদের পিঠে বাচ্চাদের বয়ে নিয়ে চলা ফেরা করে৷
ন্যাশনাল জিওগ্রাফিকের শেয়ার করা একটি ভিডিওতে এই দৃষ্টান্ত ধরা পড়েছে৷ একটি ঝাড়ু দিয়ে মাকড়সা মেরে ফেলার সময় ছড়িয়ে পড়ছে শত শত ছোট মাকড়সা, যা মেরে ফেলতে কালঘাম ছুটে যাচ্ছে এক ব্যক্তির৷