ভিডিওটি ইনস্টাগ্রামে ‘@shimlagirlviyankaofficial’ নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে স্বামী বেশ আয়েস করে মোবাইল ঘাঁটছেন। হঠাৎ স্ত্রী ঘরে প্রবেশ করে স্বামীকে বলেন, “শোনো। তুমি প্রতিবেশীকে তাড়াতাড়ি প্রেগন্য়ান্ট করে দাও।” স্বামী হতবাক হয়ে প্রশ্ন তোলেন, কিন্তু তারপরেও মহিলা নিজের ভুল বুঝতে পারেন না। ফের বলেন, “প্রতিবেশীকে তাড়াতাড়ি প্রেগন্য়ান্ট করে দাও।” স্বামী রেগে বলেন, “তুমি কী পাগল হয়ে গেছো? কী বলছো?” মহিলা স্বামীকে আঘাত করে বলেন, “এতে রাগ করার কী আছে? তাকে প্রেগন্যান্ট করে দাও… আমি পার্সেল এনেছি। আমার UPI কাজ করছে না, তাই তুমি তাকে Pregnant করে দাও।” মহিলার কথা শুনে স্বামী অবাক হয়ে বলেন যে এটাকে ‘প্রেগন্য়ান্ট’ বলে না, এটাকে ‘পেমেন্ট’ বলে।
advertisement
এখন পর্যন্ত ভিডিওটি ৮৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। বহু মানুষ মন্তব্য করেছেন। তবে নেটিজেনদের বক্তব্য, ‘তিনি যদি ইউপিআই জানেন, তাহলে তিনি কেন পেমেন্ট জানেন না?’