TRENDING:

Viral: 'এখনই পাশের বাড়ির মহিলাকে গর্ভবতী করে দাও...' বউয়ের 'আজব' অনুরোধ শুনে মাথা ঘুরে গেল বরের! একটু পরে যা জানা গেল শুনলে আপনারও পায়ের নীচের মাটি সরে যাবে

Last Updated:

স্বামী-স্ত্রীর মজার ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে যেখানে স্ত্রী ভুল করে 'পেমেন্ট' এর পরিবর্তে 'প্রেগন্যান্ট' বলেন. ভিডিওটি ৮৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বামী-স্ত্রীর সম্পর্ক হাসি-ঠাট্টা, ভালবাসায় পরিপূর্ণ। এই ভিডিওগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কিছু ভিডিওতে, স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে ঝগড়া করছেন, আবার কিছুতে তাঁরা একে অপরের জন্য অন্য কারও সঙ্গে লড়ছেন। আজ আমরা আপনাকে এমনই একটি অদ্ভুত ভিডিও দেখাব। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে এক ভদ্রলোক নিজের মোবাইল দেখছেন। হঠাৎ তাঁর স্ত্রী ঘরে প্রবেশ করেন। সরাসরি তাঁকে বলেন প্রতিবেশীকে ‘গর্ভবতী’ করতে। স্ত্রীর প্রশ্ন শুনে স্বামীও অবাক হয়ে তাকায়। কিন্তু সত্য জানলে আপনিও হতবাক হয়ে যাবেন।
News18
News18
advertisement

ভিডিওটি ইনস্টাগ্রামে ‘@shimlagirlviyankaofficial’ নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে স্বামী বেশ আয়েস করে মোবাইল ঘাঁটছেন। হঠাৎ স্ত্রী ঘরে প্রবেশ করে স্বামীকে বলেন, “শোনো। তুমি প্রতিবেশীকে তাড়াতাড়ি প্রেগন্য়ান্ট করে দাও।” স্বামী হতবাক হয়ে প্রশ্ন তোলেন, কিন্তু তারপরেও মহিলা নিজের ভুল বুঝতে পারেন না। ফের বলেন, “প্রতিবেশীকে তাড়াতাড়ি প্রেগন্য়ান্ট করে দাও।” স্বামী রেগে বলেন, “তুমি কী পাগল হয়ে গেছো? কী বলছো?” মহিলা স্বামীকে আঘাত করে বলেন, “এতে রাগ করার কী আছে? তাকে প্রেগন্যান্ট করে দাও… আমি  পার্সেল এনেছি। আমার UPI কাজ করছে না, তাই তুমি তাকে Pregnant করে দাও।” মহিলার কথা শুনে স্বামী অবাক হয়ে বলেন যে এটাকে ‘প্রেগন্য়ান্ট’ বলে না, এটাকে ‘পেমেন্ট’ বলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখন পর্যন্ত ভিডিওটি ৮৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। বহু মানুষ মন্তব্য করেছেন। তবে নেটিজেনদের বক্তব্য, ‘তিনি যদি ইউপিআই জানেন, তাহলে তিনি কেন পেমেন্ট জানেন না?’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: 'এখনই পাশের বাড়ির মহিলাকে গর্ভবতী করে দাও...' বউয়ের 'আজব' অনুরোধ শুনে মাথা ঘুরে গেল বরের! একটু পরে যা জানা গেল শুনলে আপনারও পায়ের নীচের মাটি সরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল