১৯৪৭ সালের আগে ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল। তারা যান চলাচলের সুবিধার্থে রাস্তার বাম দিকে হাঁটার নিয়ম তৈরি করেছিল। এর পর থেকে যানবাহন ও মানুষ রাস্তার বাঁ পাশ দিয়ে চলতে শুরু করে।
সেই সময় ঘোড়ার গাড়ি যাতায়াতের জন্য ব্যবহার করা হত। নিয়ম কার্যকর হওয়ার পর ঘোড়ার গাড়ির চালকরা ডান পাশে বসতে শুরু করে। কারণ মাঝখানে বসলে তাদের সামনে থাকা অন্য গাড়ি দেখতে অসুবিধা হত।
advertisement
আরও পড়ুন- প্রাক্তন স্বামীর পরিবারে নিজের দ্বিতীয় পক্ষের স্বামীকে নিয়ে সুখেই আছেন এই তরুণী
ডান পাশে বসে গাড়ি চালালে সহজেই সামনে থেকে আসা অন্যান্য গাড়ি দেখতে পাওয়া যায়। ফলে নিরাপদে গাড়ি চালাতে পারতেন তারা। ব্রিটিশদের তৈরি নিয়মের কারণে ঘোড়ার গাড়ির চালকরা ডান পাশে বসতে শুরু করে। পরে গাড়িতেও এই নিয়ম করা হয়।
সময়ের সাথে সাথে গাড়ি ঘোড়ার গাড়ির জায়গা নিয়েছে। গাড়িগুলিতেও চালকের আসনটি ডান পাশে দেওয়া হয়। চালকদের যাতে সামনে দেখতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে। এই কারণে গাড়ি চালানোর সময় চালক সামনে থেকে আসা অন্যান্য গাড়ি ও যানবাহনকে সহজে দেখতে পান।
আরও পড়ুন- প্রতি বছর প্রায় ৭ লাখ মানুষ মারে এই জীব, অথচ তার নিজের জীবন মাত্র ২৪ ঘণ্টার!
এখন প্রশ্ন হল আমেরিকা বা অন্য অনেক দেশে গাড়ির বাঁ পাশের স্টিয়ারিং হুইল কেন দেওয়া হয়! প্রকৃতপক্ষে, যেসব দেশে রাস্তার ডান দিকে গাড়ি চালানোর নিয়ম আছে, সেখানে গাড়ির বাঁ পাশে স্টিয়ারিং থাকে, যাতে চালক স্বচ্ছন্দ্যে সামনের গাড়িগুলো দেখতে পান।