অনেকেই এই সময় মনে করছেন, বিশ্বে ধার-দেনার দায়ে ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ! কেউ কেউ আবার ভাবেন, পাকিস্তানের মতো ধার-দেনা হয়তো আর কোনও দেশের নেই!
আরও পড়ুন- বলুন তো, কোন দেশের জাতীয় প্রাণী গাধা? উত্তর দিতে পারবে আপনি জিনিয়াস
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি ঋণ রয়েছে এমন দেশের তালিকায় শীর্ষে রয়েছে জাপান। জাপানের ঋণ তাদের দেশের মোট আয়ের (জিডিপি) ২১৬%। এর পরে গ্রীস। দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তাদের ঋণ দেশের মোট আয়ের ২০৩%।
advertisement
জাপানের ঋণের পরিমাণ তাদের মোট আয়ের (জিডিপি) ২১৬%, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এই সমস্যা মোকাবিলায় সেই দেশের সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে।
গ্রিস বহু বছর ধরে ঋণ সংকটের সঙ্গে লড়াই করছে। দেশের অর্থনীতির অবস্থা এখনও ভাল নয়। গ্রীসের ঋণ তাদের মোট আয়ের ২০৩%। যা কি না উদ্বেগের বিষয়।
আরও পড়ুন- ‘এ আমার কেউ নয়, জোর করে নিয়ে যাচ্ছে’, ফুঁপিয়ে কান্না চার বছরের শিশুর, কী ঘটল?
ব্রিটেনের ঋণ তাদের মোট আয়ের ১৪২2%, সেই কারণে তারা এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও তাদের ঋণ সঙ্কটের মোকাবিলা করতে হয়।
লেবাননের ঋণ তাদের মোট আয়ের ১২৮%, তা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। সেই দেশ আঞ্চলিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গেও লড়াই করছে।
স্পেনের ঋণ তাদের মোট আয়ের ১১১%, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং COVID-19 মহামারীর পরবর্তী প্রভাবগুলির সাথে লড়াই করছে তারা।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকাও এই তালিকায় রয়েছে। তাদের ঋণ দেশের মোট উপার্জনের ১১০%। ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটে আমেরিকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল। কোভিড-19, ট্যাক্স নীতি ইত্যাদি কারণে আমেরিকাকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে।