পেট্রোলের দাম বাড়লে তার প্রভাব পড়ে বাজারে জিনিসের দামের উপর। আর সোনার দাম তো দেশে লাখ ছুঁই ছুঁই। তবে জানেন কি, একটা সময় ছিল যখন ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৮৮ টাকা। সে অবশ্য আজকের কথা নয়!
১৯৪৭ সাল, অর্থাৎ ভারত যে বছর স্বাধীন হল, তখন সোনার দাম ছিল এমনটাই। তখন দুধ বিক্রি হত প্রতি লিটার ১২ পয়সায়। ঘি ছিল আড়াই টাকা কেজি। সেই সময় চিনির দাম কেজি প্রতি ছিল ৪০ পয়সা, আলু ছিল ২৫ পয়সা কেজি। তখন ১ টাকায় অন্তত দু’ কেজি গম পাওয়া যেত।
advertisement
আরও পড়ুন- রেলের কর্মীদের কি ট্রেনে টিকিট ফ্রি? ভারতীয় রেলের নিয়ম জানলে আপনিও অবাক হয়ে যাবেন
এখন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯২ হাজার পেরিয়েছে। ২৪ ক্যারেট সোনা ছাড়িয়েছে এক লাখ টাকা। অথচ তথ্য বলছে, ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৮৮টাকা।
আজ থেকে ৭৮ বছর আগে এক লিটার পেট্রোলের দাম ছিল ২৭ পয়সা। এখন পেট্রোলের দাম প্রায় ১০৫ টাকা লিটার। তবে পেট্রোলের দাম দেশের বিভিন্ন জায়গায় আলাদা। আর সেই সময় অর্থাৎ ১৯৪৭ সালে এক ডলারের দাম ছিল ৪.১৬ টাকা।