গোলাপি পাউডার আসলে ফায়ার রিটারডেন্ট কেমিক্যালের মিশ্রণ। আগুন নেভাতে এবং আগুন ছড়িয়ে পড়া রুখতে ব্যবহার করা হয়। এতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে ‘ফোস-চেক’, অ্যামোনিয়াম ফসফেটের তৈরি একটি সলিউশন। আমেরিকার জঙ্গলে হামেশাই দাবানল লাগে। তখনও আগুন নিয়ন্ত্রণে আনতে এই কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন- কুম্ভ মেলায় ভাইরাল মালা বিক্রেতা মোনালিসা! ভিডিও তুলতে গিয়ে ঘটছে বিরাট কাণ্ড!
advertisement
আগুন লাগলে ‘পিঙ্ক ফায়ার রিটারডেন্ট কেমিক্যাল’ গাছপালা, ঘরবাড়ির উপর ছড়িয়ে দেওয়া হয়। অ্যামোনিয়াম পলিফসফেট দিয়ে তৈরি হওয়ার কারণে এটি সহজে বাষ্পে পরিণত হয় না এবং দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে। এই রাসয়নিক একটি স্তর তৈরি করে। যা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। ফলে গাছপালা আগুনের হাত থেকে রক্ষা পায়।
তবে এই পাউডার গোলাপি রঙের হয় না। এতে গোলাপি রঙ আলাদা করে মেশানো হয়। যাতে দমকলকর্মীরা দূর থেকে দেখতে পান। ফায়ার রিটারডেন্টের চারপাশে অগ্নিরোধী লাইন তৈরি করতে পারেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো সম্ভব হয়। আরেকটি কারণেও কেমিক্যালে গোলাপি রঙের ব্যবহার করা হয়। সেটা হল, দেখতে সুন্দর লাগে।
আরও পড়ুন- দেখলেই জিভে জল আসে, চাষ করলেই কোটি টাকা! কিন্তু ৩ রাজ্যেই চাষ করা যায়! জানেন কী?
পিঙ্ক ফায়ার রিটারডেন্ট কেমিক্যালের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। তাঁদের মতে, এই কেমিক্যাল ব্যবহারের খরচ যেমন বেশি তেমনই পরিবেশের জন্যও বিপজ্জনক। ২০২৪ সালে সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটি গবেষণায় দেখিয়েছেন, ফোস-চেক নামের এই কেমিক্যালে ক্যাডমিয়াম, ক্রোমিয়ামের মতো বিষাক্ত রাসয়নিক থাকে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সব রাসয়নিক খুব সহজেই বাতাসে মিশে যায়। সেখান থেকে শরীরে ঢোকে। এ থেকে ক্যানসার, হার্ট, লিভার এবং কিডনির সমস্যা হতে পারে।
আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে ফোস-চেক অন্যতম। তবে এই পদ্ধতি কতটা কার্যকরী তা নিয়ে মতবিরোধ রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২১ সালের মধ্যে আমেরিকায় ৪৪ কোটি গ্যালনের বেশি পিঙ্ক ফায়ার রিটারডেন্ট কেমিক্যাল ছড়ানো হয়েছে। অন্য দিকে, নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিবেশবিদরা গবেষণায় দেখেছেন যে কোনও স্থানে এই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা নির্ভর করে সেখানকার আবহাওয়া, জমির ঢাল, এলাকা এবং জ্বালানির প্রকারের উপর।