Mahakumbh Viral Girl Mona Lisa: কুম্ভ মেলায় ভাইরাল মালা বিক্রেতা মোনালিসা! ভিডিও তুলতে গিয়ে ঘটছে বিরাট কাণ্ড! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Mahakumbh Viral Girl Mona Lisa: ধুলো মাখা শরীর! মেক-আপ নেই একটুও! কুম্ভ মেলার সেরা সুন্দরী এই মালা বিক্রেতা মোনালিসা! তাঁর ভিডিও তুলতে গিয়ে ঘটছে কাণ্ড! জানুন
প্রয়াগরাজ: মহা কুম্ভ মেলা মানেই বিরাট আয়োজন! প্রতি বছর এই সময় সারা বিশ্বের সাধু থেকে মানুষের ভিড় জমে এই মেলায়! এই মেলাতেই চোখে পড়ে নানা রঙের মানুষ! এ বছর মেলায় ভাইরাল হয়েছেন বেশ কয়েকজন সাধু! যেমন আইআইটি বাবা! ঠিক তেমন সকলের নজর কেড়েছেন এই মেয়ে! কুম্ভমেলায় মালা বিক্রি করতে দেখা যায় এক শ্যামলা রঙের মেয়েকে! হাতে বড় ব্যাগে নানা রকমের মালা নিয়ে সে ঘুরছে মেলায়! কী এমন আছে যার জন্য সকলে ছুটছেন এই মেয়ের ছবি তুলতে?
শ্যামলা রঙের এই মেয়ের চোখ দেখলে নেশা ধরে যাবে! অম্বর রঙের আইবল! মুখে একটুও মেক-আপ নেই! ধুলো মাখা, আলু থালু চুল! তবুও যেন এই মেয়ের থেকে চোখ ফেরানো যাচ্ছে না! বলা হচ্ছে এবারের কুম্ভ মেলার সেরা সুন্দরী এই মালা বিক্রেতা মেয়ে! এমনকি তাঁর চোখকে বিশ্বের সেরা সুন্দর চোখ বলা হচ্ছে! হুহু করে ভাইরাল হচ্ছে মালা বিক্রেতা কন্যার ভিডিও! কে এই মেয়ে? তাঁর নাম মোনালিসা! ইন্দোর থেকে এসেছেন মেলায়! হঠাৎ করেই কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়ে যান মোনালিসা! তারপর থেকেই হু হু করে ভাইরাল হন তিনি!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সকলেই মোনালিসার ছবি ও ভিডিও তুলতে ছুটছেন। কেউ কেউ বলছেন, এবার তুমি ভাইরাল হয়ে গেছ। আর মালা বিক্রি করতে হবে না! কোটি কোটি টাকা আয় করবে তুমি! সব কথাতেই মোনালিসা হেসে উত্তর দিচ্ছেন। অনেকেই মোনালিসার ছবি তুলতে যাচ্ছেন! তেমন এক ব্যক্তি মোনালিসার ভিডিও করার পর তাঁকে কিছু টাকা দিতে চান, সঙ্গে সঙ্গে না করেন ভাইরাল সুন্দরী মোনালিসা! এই মেয়ে বলেন, আপনি মালা কিনুন তবে আমি টাকা নেব! না হলে আমার টাকা লাগবে না! এই ভিডিও দেখেই প্রশংসা শুরু করেছেন নেটিজেনরা! কয়েক মিলিয়ন ভিউ হয়েছে মোনালিসার ভিডিওতে!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2025 11:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mahakumbh Viral Girl Mona Lisa: কুম্ভ মেলায় ভাইরাল মালা বিক্রেতা মোনালিসা! ভিডিও তুলতে গিয়ে ঘটছে বিরাট কাণ্ড! ভাইরাল ভিডিও