TRENDING:

Viral Video: বিয়ের রাতে স্ত্রীর কাছে পৌঁছতে যা করলেন স্বামী! ভাইরাল হল ভিডিও...

Last Updated:

বিয়ে বাড়িতে বউয়ের কাছে পৌঁছতে বরের এই নাচের (Viral Marriage Video) ভিডিও ভাইরাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিয়ের বন্ধন সব থেকে বড় বন্ধন৷ কথায় বলে সাত পাকে বাঁধা পড়া মানে হল সাত জন্মের সম্পর্ক তৈরি হওয়া স্বামী-স্ত্রীর মধ্যে৷ আর এই বিয়ের দিনটাকে (marriage day) বিশেষ করে রাখতে কোনও খামতি রাখেন না পাত্র-পাত্রী৷ নিজেরা যেমন আনন্দ করেন, তেমনই তাদের আত্মীয়-বন্ধুরাও মেতে ওঠেন আনন্দে৷ এমনই এক আনন্দ উৎসবের ভিডিও ভাইরাল হল রাতারাতি৷ কারণ নতুন বউকে দেখতে যেভাবে এলেন পাত্র, তাতেই তিনি মন জয় করে নিলেন সকলের (Viral video)৷
Viral Video
Viral Video
advertisement

আরও পড়ুন Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও

বিয়েতে সঙ্গীতানুষ্ঠান নতুন কিছু নয়৷ অবাঙালি বিয়েতে অনেকটা রীতি মেনেই হয় এই নাচ-গান৷ আর বলিউডের ছবির দৌলতে নাচ-গান ছাড়া যেন এখন বিয়ের অনুষ্ঠান সম্পন্নই হয় না৷ বিশাল আয়োজন করা হয় সেই মতো৷ বিয়েতে শুধু আত্মীয়-বন্ধুরাই নাচ-গানে যুক্ত হন না৷ নাচেন বর-কনেও৷ এমনই এক বরের নাচের ভিডিও ভাইরাল৷ ভাঙড়া নেচে নেচে কনের মুখ দেখতে গেলেন বর(Viral Marriage Video)! নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে সেই ভিডিওটি৷

advertisement

বরযাত্রী বিয়ে বাড়িতে পৌঁছতেই শুরু হয় ঢোলের বাদ্যি৷ আর সকলকে অবাক করে সবার আগে নাচতে শুরু করেন বর৷ কনেকে চমক দিতেই এই কাণ্ড তার৷ আর হঠাৎ বরের এই নাচে সকলে যেমন অবাক হন, তেমনই উপভোগ করতে শুরু করেন৷ অন্যদিকে বিয়ের আনন্দে বর যেন আর নাচ থামাতেই চাননি৷ নতুন বউয়ের কাছে পৌঁছে যান নাচতে নাচতেই৷ স্বামীর এই নাচ দেখে স্ত্রীও খুব হাসেন এবং মজাও পান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

ভিডিওটি সেপ্টেম্বরের(Viral Wedding Video) শুরুর দিকে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায় এবং কিছুদিনেই মধ্যেই লক্ষ লক্ষ ভিউ পায়৷ সঙ্গে অসংখ্য কমেন্ট৷ একদিকে যেমন অনেকে নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানান, অন্যদিকে অনেক আবার বরের নাচের দারুণ প্রশংসা করেন৷ বিয়ে বাড়িতে বউয়ের কাছে পৌঁছতে বরের এই নাচের ভিডিও ভাইরাল৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের রাতে স্ত্রীর কাছে পৌঁছতে যা করলেন স্বামী! ভাইরাল হল ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল