আরও পড়ুন Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও
বিয়েতে সঙ্গীতানুষ্ঠান নতুন কিছু নয়৷ অবাঙালি বিয়েতে অনেকটা রীতি মেনেই হয় এই নাচ-গান৷ আর বলিউডের ছবির দৌলতে নাচ-গান ছাড়া যেন এখন বিয়ের অনুষ্ঠান সম্পন্নই হয় না৷ বিশাল আয়োজন করা হয় সেই মতো৷ বিয়েতে শুধু আত্মীয়-বন্ধুরাই নাচ-গানে যুক্ত হন না৷ নাচেন বর-কনেও৷ এমনই এক বরের নাচের ভিডিও ভাইরাল৷ ভাঙড়া নেচে নেচে কনের মুখ দেখতে গেলেন বর(Viral Marriage Video)! নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে সেই ভিডিওটি৷
advertisement
বরযাত্রী বিয়ে বাড়িতে পৌঁছতেই শুরু হয় ঢোলের বাদ্যি৷ আর সকলকে অবাক করে সবার আগে নাচতে শুরু করেন বর৷ কনেকে চমক দিতেই এই কাণ্ড তার৷ আর হঠাৎ বরের এই নাচে সকলে যেমন অবাক হন, তেমনই উপভোগ করতে শুরু করেন৷ অন্যদিকে বিয়ের আনন্দে বর যেন আর নাচ থামাতেই চাননি৷ নতুন বউয়ের কাছে পৌঁছে যান নাচতে নাচতেই৷ স্বামীর এই নাচ দেখে স্ত্রীও খুব হাসেন এবং মজাও পান৷
ভিডিওটি সেপ্টেম্বরের(Viral Wedding Video) শুরুর দিকে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায় এবং কিছুদিনেই মধ্যেই লক্ষ লক্ষ ভিউ পায়৷ সঙ্গে অসংখ্য কমেন্ট৷ একদিকে যেমন অনেকে নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানান, অন্যদিকে অনেক আবার বরের নাচের দারুণ প্রশংসা করেন৷ বিয়ে বাড়িতে বউয়ের কাছে পৌঁছতে বরের এই নাচের ভিডিও ভাইরাল৷