আরও পড়ুন : মসৃণ টাকে গজাবে চুল! দীর্ঘদিনের সংকোচ দূর হবে নিমেষে, পুরুষরা ব্যবহার করুন এই অব্যর্থ তেল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে (Wedding Viral) দেখা যায়, লম্বা নববধূ মঞ্চে এলে বর তাঁকে দেখে হাসতে থাকে। সবচেয়ে মজার দৃশ্য (Viral Video) দেখা যায় যখন নববধূ তার ভাবী স্বামীকে কোলে তুলে নেন দু-বাহু দিয়ে। কিছুক্ষণ বৌয়ের কোলে থাকার পরেই বরের মুখ থেকে বেরিয়ে আসে চিৎকার।
advertisement
আরও পড়ুন : বিয়ের মণ্ডপেই চিৎকার করে কাঁদছেন, মাথা ঠুকছেন কনে! নেপথ্যের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন
কনেও তাঁর অপেক্ষাকৃত দৈর্ঘ্যে ছোট বরকে কোলে তুলে নিয়ে দিব্যি পোজ দিতে (Viral Video) থাকেন। এ সময় বরও লজ্জা পেয়ে লাল হয়ে যান। এরপর তাকে মঞ্চে নামিয়ে দেন নববধূ (Bride Groom Video)। দুজনেরই প্রতিক্রিয়া ছিল দেখার মতো। ভালোবাসা যে উচ্চতা বা চেহারার ঘটনার ধার ধারে না সে কোথায় যেন জাহির করছিল বর কনের এই ভিডিওটি (Wedding Viral)।
বিয়েতে এমন বর-কনের জুটি (Bride Groom Viral Video) খুব কমই দেখা যায়। অতিথিরা এই জুটিকে দেখে বেশ হতবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ভিডিওটি কিন্তু খুবই পছন্দ করছেন। বিবাহ_বেলস্যান্ডব্লিংস নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি (Wedding Viral) ইনস্টাগ্রামে আপলোড করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা এটিকে শেয়ার করেছেন এবং প্রতিক্রিয়া দিয়েছেন সহজভাবেই। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা ছিল, 'কিউট, যিনি এটি দেখতে চাইবেন এমন কাউকে ট্যাগ করুন'। অন্যান্য অনেক ব্যবহারকারীও এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন (ইনস্টাগ্রাম রিলস ভিডিও)।