TRENDING:

শুনশান রাত, প্রস্রাব করতে বেরোলেন নিরাপত্তারক্ষী, তার পরেই বিকট চিৎকার! CCTV-তে যা দেখা গেল... বীভৎস!

Last Updated:

নিশুতি রাত। চারিদিক নিস্তব্ধ। এমন সময় প্রস্রাব করতে বেরিয়েছিলেন এক নিরাপত্তারক্ষী। ঠিক সেই সময়ই তার সামনে এসে হাজির হল কিছু একটা! তারপর যা ঘটল, তা দেখে চিৎকার করে উঠবেন আপনিও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিশুতি রাত। চারিদিক নিস্তব্ধ। এমন সময় প্রস্রাব করতে বেরিয়েছিলেন এক নিরাপত্তারক্ষী। ঠিক সেই সময়ই তার সামনে এসে হাজির হল এক সিংহ! তারপর যা ঘটল, তা দেখে চিৎকার করে উঠবেন আপনিও!
নিশুতি রাত। চারিদিক নিস্তব্ধ। এমন সময় প্রস্রাব করতে বেরিয়েছিলেন এক নিরাপত্তারক্ষী। ঠিক সেই সময়ই তার সামনে এসে হাজির হল কিছু একটা! তারপর যা ঘটল, তা দেখে চিৎকার করে উঠবেন আপনিও!
নিশুতি রাত। চারিদিক নিস্তব্ধ। এমন সময় প্রস্রাব করতে বেরিয়েছিলেন এক নিরাপত্তারক্ষী। ঠিক সেই সময়ই তার সামনে এসে হাজির হল কিছু একটা! তারপর যা ঘটল, তা দেখে চিৎকার করে উঠবেন আপনিও!
advertisement

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি সিংহ ও একজন মানুষ অজান্তেই একে অপরের দিকে এগিয়ে আসছে। কিন্তু যখন দু’জনেই একে অপরকে দেখতে পেল, তখন যা হল তা কেউ ভাবতেও পারেনি। তবুও দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। ভিডিওটি দেখতে হলে প্রতিবেদন শেষ অবধি পড়ুন।

জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ! 

advertisement

আপনার বিশেষ অঙ্গে কি ‘আঁশটে’ গন্ধ? রোজ কোন ভুলের জন্য এমন হচ্ছে জানেন? পরিষ্কার রাখুন সঠিক উপায়ে

মানুষের সঙ্গে সিংহের সাক্ষাৎ হলে গল্প হওয়াই স্বাভাবিক। কিন্তু এই ভিডিওতে সিংহ ও মানুষের অদ্ভুত মুখোমুখি হয়েছে। এখানে দেখা যায়, গভীর রাতের নীরবতায় এক ব্যক্তি প্রস্রাব করতে বেরিয়েছেন, আর সেই সময়েই তার সঙ্গে মুখোমুখি হয় সিংহ। এরপর লোকটি ভয়ে চিৎকার করে সিংহকে তাড়াতে তাড়াতে দৌড়ে ভিতরে ঢুকে পড়েন। আশ্চর্যের বিষয়, সিংহটিও উল্টো দিকে দৌড়ে পালায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্য যে কাউকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

advertisement

বলা হয়, রাতের কুকুরের ঘেউ ঘেউয়ের মধ্যে সিংহের গর্জনও কাউকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভিডিওতে দেখা যায়, নিস্তব্ধ রাতে কুকুরের ডাক শোনা যাচ্ছে। ফাঁকা জায়গায় একজন মানুষ, সম্ভবত প্রহরী, প্রস্রাব করতে যাচ্ছেন।

সিংহ ও মানুষ দুজনেই একে অপরের উপস্থিতি সম্পর্কে অজ্ঞ। ক্যামেরায় ধরা পড়ে তারা দুজনই ফাঁকা জায়গায় এক ঘরের পেছন দিক থেকে এগিয়ে আসছে। নিরাপত্তারক্ষী সিংহটিকে দেখতে পান না, এমনকি সিংহের গর্জনও যেন চাপা পড়ে যায়। নিরাপত্তারক্ষী ধীরেসুস্থে এগিয়ে এসে কোণের ঘরের কাছে পৌঁছে জিপ খোলার প্রস্তুতি নেন, তখনই চোখে পড়ে সামনে সিংহ। সঙ্গে সঙ্গে তিনি পেছন দিকে দৌড়ে সিংহকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করেন। ক্যামেরায় দেখা যায়, সিংহটিও উল্টো দিকে দৌড়ে পালাচ্ছে।

advertisement

সিংহ কি ভয় পায়?

বলা হয়, সিংহ কারও ভয় পায় না। তাই সাহসী মানুষকেও সিংহের সঙ্গে তুলনা করা হয়। অন্যদিকে, সাধারণ মানুষ সিংহ দেখে ভয় পায়, প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। সবাই জানে, সিংহ যদি আক্রমণ করতে চায়, তবে মুহূর্তে টুকরো টুকরো করে দেবে। কিন্তু বাস্তবে সিংহ অনেক সময় ভয় পেয়েই মানুষের উপর হামলা করে, নিজের সুরক্ষার জন্য। তবে এই ঘটনার ক্ষেত্রে মনে হয়েছে, সিংহটিও ভয় পেয়েছে।

advertisement

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কামাল নসিত (@nasitkamal)। এক দিনের মধ্যেই ভিডিওটি ৪৬ লাখ ভিউ পেয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন— “মানুষ বনাম সিংহ মুখোমুখি”। অনেকেই কমেন্টে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ ভাবেননি সিংহকে এভাবে দৌড়াতে দেখা যাবে।

একজন লিখেছেন, “সিংহ অবশেষে সিংহের মুখোমুখি হয়েছে।” আরেকজন লিখেছেন, “তুমি সিংহ হবে?” তৃতীয়জন লিখেছেন, “আজ প্রথমবার সিংহ সিংহকে ভয় পেল।” চতুর্থজনের মন্তব্য— “সিংহ হয়তো প্রতারণায় ভয় পেয়েছে।” আরেকজন লিখেছেন, “সিংহ যখন ভাবে কিছু ভুল হচ্ছে তখনই পরিকল্পনা করে আক্রমণ করে। কিন্তু হঠাৎ ভয় পেয়ে যায়।”

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শুনশান রাত, প্রস্রাব করতে বেরোলেন নিরাপত্তারক্ষী, তার পরেই বিকট চিৎকার! CCTV-তে যা দেখা গেল... বীভৎস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল