TRENDING:

Viral Video: নিজের চারদিকে পাক খায় পৃথিবী, বইতে পড়েছেন, দেখেছেন কি? ২৪ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে যাচ্ছে ঘর-বাড়ি! ভাইরাল পৃথিবীর ঘোরার ভিডিও

Last Updated:

Earth Rotation Video:এবার একেবারে চাক্ষুস করতে পারবেন পৃথিবীর ঘোরা! কীভাবে একটা গোটা দিন ধরে ঘুরছে পৃথিবী, তা বন্দি ক‍্যামেরায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পৃথিবী নিজের অক্ষের চারদিকে পাক খায়। ভূগোল বইতে প্রত‍্যেকেই ছোটবেলায় সবাই পড়েছে একথা। কিন্তু কেউ কখনও দেখেছে কি? পৃথিবী যে ঘুরছে তা অনুভব করাও মুশকিল। তবে এবার একেবারে চাক্ষুস করতে পারবেন পৃথিবীর ঘোরা! কীভাবে একটা গোটা দিন ধরে ঘুরছে পৃথিবী, তা বন্দি ক‍্যামেরায়।

নিজের চারদিকে পাক খায় পৃথিবী, বইতে পড়েছেন, দেখেছেন কি? দিন-থেকে রাত, ভাইরাল পৃথিবীর ঘোরার ভিডিও
নিজের চারদিকে পাক খায় পৃথিবী, বইতে পড়েছেন, দেখেছেন কি? দিন-থেকে রাত, ভাইরাল পৃথিবীর ঘোরার ভিডিও
advertisement

শুনে অবিশ্বাস‍্য মনে হলেও বর্তমানে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল পৃথিবীর ঘোরার ভিডিও। বিজ্ঞানের কল‍্যানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সত‍্যিই এমন ভিডিও রেকর্ড করা সম্ভব হয়েছে। বইয়ে পড়া তথ‍্য, আধুনিক ক‍্যামেরার দৌলতে একেবারে বাস্তবে দেখা যাবে। ২৪ ঘণ্টায় নিজের চারদিকে কীভাবে পাক খাচ্ছে পৃথিবী, সেই ভিডিও রেকর্ড করেছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ‍্যাস্ট্রোফিজিক্সের ইঞ্জিনিয়র দোরজে অংচুক।

advertisement

আরও পড়ুন: বুধ-সূর্যের মহামিলনে বুধাদিত‍্য রাজযোগ! ৪ দিন পরেই ৪ রাশির কপালে বাম্পার লটারি, সোনাদানা-টাকাপয়সার বৃষ্টি

এই ভিডিওর সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে – ‘তারা স্থির থাকে কিন্তু পৃথিবী কখনও ঘোরা বন্ধ করে না। আমার উদ্দেশ্য ছিল ২৪ ঘণ্টার টাইমল্যাপ্স রেকর্ড করা, যেখানে দিন থেকে রাত এবং রাত থেকে দিন হচ্ছে।’ ইঞ্জিনিয়র দোরজে অংচুকের রেকর্ড করা অত‍্যাশ্চর্য রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন: রোজ চা ছাঁকছেন, ছাঁকনির জমা ময়লাতেই জীবানুদের বাসা! ২ মিনিটে কালো ছাঁকনি হবে পরিষ্কার, ৫ উপায়ে মুশকিল আসান

তিনি এই ভিডিও রেকর্ড করেছেন টাইমল‍্যাপ্স পদ্ধতিতে। অর্থাত্‍ সারাদিন বা ২৪ ঘণ্টার সময়কালকে দ্রুত দেখানো হয়েছে ভিডিওতে। ভিডিওটি দেখে থ বেশিরভাগ নেটিজেন। কারও কারও মনে প্রশ্ন ক‍্যামেরাকে রাখা হল কীভাবে? যে পৃথিবীর সঙ্গে এটিও ঘুরল না। এর উত্তরে বলা হয়েছে যে পৃথিবী বিপরীত রোটেশনে একটি ট্র্যাকার উপর ফিক্স করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিজের চারদিকে পাক খায় পৃথিবী, বইতে পড়েছেন, দেখেছেন কি? ২৪ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে যাচ্ছে ঘর-বাড়ি! ভাইরাল পৃথিবীর ঘোরার ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল