এমনই ঘটনা ঘটেছে ৩৪ বছর বয়সের শিক্ষক নাতালি থ্রোনের (Natalie Throne) সঙ্গে। কানাডায় (Canada) বসবাসকারী নাতালি থ্রোন নিজের তিন সন্তান এবং হবু বরের সঙ্গে খুবই সুখী ছিলেন। এখন তিনি মেটারনিটি লিভে নিজের সন্তান দেখাশোনার কাজ করছেন। কিন্তু ঘরে থাকতে থাকতে তাঁর মনে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা-ভাবনা। এর ফলে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করেন। সেখানে প্রথম প্রথম তাঁর খুব প্রশংসা করা হলেও, এমন কিছু প্রতিক্রিয়া তাঁর ছবিতে দেওয়া হয় যে তিনি খুব নিরাশ হয়ে পড়েন। কিন্তু নাতালি থ্রোন সেই সকল প্রতিক্রিয়ায় হার না মেনে এগিয়ে গিয়েছেন। তিনি অন্যান্য মায়েদেরও একই উপদেশ দেন যে অন্যের কথায় নিজের জীবন না বদলাতে।
advertisement
অন্যের কথা না শুনে এগিয়ে যেতে হবে
ডেলিভারির পর নাতালি থ্রোন টিকটকে নিজের গ্ল্যামারস ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন। এর জন্য অনেকেই তাঁকে ট্রোল করা শুরু করে। ৩৪ বছর বয়স হলেও তাঁকে অনেকেই বয়স্কা বলে ট্রোল করা শুরু করে। কিন্তু নাতালি থ্রোন সেই সব কথায় কান না দিয়ে নিজের ছবি এবং ভিডিও পোস্ট করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন অন্যের কথায় কান না দিয়ে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন- অবিশ্বাস্য! সুস্থ হয়ে উঠেছে সাপে কাটা রোগী, বন্ধ হয়েছিল যার কিডনির ক্রিয়া
হবু বরের সাপোর্ট
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নাতালি থ্রোনের ভিডিও তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের লোকেরাও পছন্দ করেন না। কিন্তু তাঁর হবু বর তাঁকে সবসময় সাপোর্ট করেন। টিকটকে নাতালি থ্রোনের প্রায় ১.৫ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। অনেকেই তাকে হট মম বলে সম্বোধন করে। নাতালি থ্রোন সবসময় তাঁর ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন। অনেকে তাঁর সমালোচনা করলেও অনেক তাঁর প্রশংসাও করে। কিন্তু যারা নাতালি থ্রোনকে বয়স্কা বলে শর্ট ড্রেস পরতে বাণন করে, তাদের নাতালি থ্রোন নিজের ফ্রেন্ড লিস্ট থেকে বের করে দেন।