আরও পড়ুন- এই 'পাহাড়ে'ই জন্ম নিচ্ছে হাজার নক্ষত্র? তারার আঁতুড়ঘরের অভাবনীয় ছবি প্রকাশ NASAর
চুক্তিটি মূলত দম্পতিদের মধ্যে বিয়ের পরের নানা সমস্যা ঝগড়াকে কমিয়ে আনার জন্যই তৈরি করা হয়েছে। বিয়ের আগে নানা উত্তেজনা থাকলেও প্রায়ই বিয়ের দিনে এই বিষয় উপেক্ষা করে যান অনেকেই। এই অদ্ভুত চুক্তির মধ্যে রয়েছে মাসে একটি পিৎজা খাওয়ার অনুমতি, সবসময় ‘বাড়ির খাবার’-এ হ্যাঁ বলা, প্রতিদিন অবশ্যই শাড়ি পরা, গভীর রাতে পার্টির ‘অনুমতি’ কিন্তু “শুধু আমার সঙ্গে”, প্রতিদিন জিমে যাওয়া, রবিবার সকালের প্রাতঃরাশ তৈরি করা, প্রতিটি পার্টিতে ভাল ছবি তোলা এবং প্রতি ১৫ দিন অন্তর কেনাকাটা করা।
advertisement
“বন্ধুরা বিয়ের উপহার হিসাবে এই চুক্তিটি নিয়ে এসেছিল। ওরা বলেছিল সারপ্রাইজ, কিন্তু আমরা মোটেও টের পাইনি কী সেই সারপ্রাইজ। আমরা দু’জনেই তাতে সই করেছি। আমি পিৎজা পছন্দ করি কিন্তু যেহেতু আমি ডায়েটে রয়েছি, তাই মাসে একটি পিৎজা। একইভাবে, ও প্রতিদিন জিমে যাবে। আমি রবিবার সকালের প্রাতঃরাশ পছন্দ করি; পুরি সবজি বা কিছু মশলাদার তরকারি পছন্দ করি সেদিন। সপ্তাহে একবার মিন্টু রান্না করবে। শাড়িতে একটু সমস্যা ছিল কিন্তু ও বাকি পয়েন্টে একমত ছিল তাই এতে আমিও রাজি হয়ে গেছি,” বলেন পাত্রী শান্তি।
আরও পড়ুন- মৃত নক্ষত্রের শেষ নাচ! অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনার ছবি দেখাল NASA!
স্নাতকের পড়াশোনা শেষ করে একটি কোচিং সেন্টারে কাজ করেন শান্তি। এখন অন্তত কয়েক বছর নিজের নতুন বাড়ি এবং পরিবারের যত্ন নিয়েই দিন কাটাবেন। “আমাদের পরিবারও এই চুক্তিতে খুব খুশি,” বলেন শান্তি।