মেহেন্দির ব্লাউজ (Mehendi Blouse) পরা শিফন শাড়ির মধ্যে, এই ভিডিওটি মাত্র ৭ সেকেন্ডের কিন্তু তাতে কি নেটিজেনরা একে বারবার দেখে ও শেয়ার করে এটিকে ভাইরাল ভিডিও (Viral Video) বানিয়ে দিয়েছেন৷
আরও পড়ুন - PM Kisan Samman Nidhi Yojana: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তি তৈরি, কীভাবে টাকা পাবেন
advertisement
সাত সেকেন্ডের এই ভিডিও ফেসবুকে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই ৫০ লক্ষ মানুষ এই ভিডিও দেখে নেন৷ ইনস্টাগ্রামে thanos_jatt নামের অ্যাকাউন্ট থেকে সবার আগে এই ভিডিওটি শেয়ার করা হয়৷ সেখানেও প্রচুর মানুষ এতে রিঅ্যাকশন দিয়ে এটিকে ভাইরাল ভিডিও বানিয়ে দিয়েছেন৷ শিফন শাড়ির নিচে ব্লাউজ না পরে এইরকম অভিনব ভাবে মেহেন্দি ব্লাউজ পরেছেন৷ মাথায় ফুলের মালা, সাদা রঙের লখনউ চিকনের শিফন শাড়ি পরে একেবারে বিয়েবাড়ির জন্য আলাদা রকমের সেজেছেন মহিলা৷ দেখে নিন বিয়েবাড়ির (Wedding) জন্য মেহেন্দি ব্লাউজের (Blouse) ভাইরাল ভিডিও (Viral Video)৷ তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷
আরও পড়ুন - Lifestyle Tips: Work From Home-এ গৃহবন্দী হয়ে কোমরের ব্যথায় ভুগছেন? বাড়িতেই পাঁচটি Yogaতে মিলবে উপশম!
ভাইরাল ভিডিওতে (Viral Video) প্রথমে মহিলাকে পিছন থেকে দেখা যাচ্ছে৷ দারুণ সুন্দর মেহেন্দি দিয়ে আঁকা ব্লাউজের (Blouse) ডিজাইন৷ এর মধ্যে আস্তে আস্তে তিনি সামনে ফিরছেন এবং লাস্যময়ী চলার ধাঁচটিও দারুণ৷ এরপর তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷