TRENDING:

Viral Video: বিয়েবাড়ির সাজে মাথায় ফুলের মালা, পরণে শিফন শাড়ি, কিন্তু Blouse-র জায়গায় এ কী, সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন বিয়েবাড়ির (Wedding) জন্য মেহেন্দি ব্লাউজের (Blouse) ভাইরাল ভিডিও (Viral Video)৷ তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এখন জোরদার বিয়েবাড়ির (Wedding) মরশুম চলছে৷ আর বিয়েবাড়ির সাজ মানেই একটু চোখে পড়ার চেষ্টা৷ আর পাঁচজনের বিয়েবাড়ির সাজের থেকে একটু আলাদা হবে সাজ এমন ইচ্ছে সকলেরই থাকে৷ বিশেষত মহিলারা এই সময় একটু বেশিই নজরে থাকতে চেষ্টা করেন৷ তা বলে এক মহিলা এখন ইন্টারনেটে ভাইরাল তাঁর বিয়েবাড়ির ব্লাউজের জন্য! তিনি বিয়েবাড়িতে সাদা শিফনের শাড়ির নিচে কোনও ব্লাউজই পরেননি! থুড়ি পরেছেন নয় , তিনি মেহেন্দি এঁকেছেন ব্লাউজের (Blouse) জায়গায়৷ তাও বেশ খোলামেলা ডিজাইনের মেহেন্দি ব্লাউজ (Mehendi Blouse)৷ স্বাভাবিকভাবেই সেই ব্লাউজ দেখার নেটিজেনরা হামলে পড়েছেন, আর তা হয়ে গেছে ভাইরাল ভিডিও (Viral Video)৷
Viral Video: woman not wearing any blouse under chiffon sari drawig heena mehendi over breast - Photo Courtesy-Instagram/Video Grab
Viral Video: woman not wearing any blouse under chiffon sari drawig heena mehendi over breast - Photo Courtesy-Instagram/Video Grab
advertisement

মেহেন্দির ব্লাউজ (Mehendi Blouse) পরা শিফন শাড়ির মধ্যে, এই ভিডিওটি মাত্র ৭ সেকেন্ডের কিন্তু তাতে কি নেটিজেনরা একে বারবার দেখে ও শেয়ার করে এটিকে ভাইরাল ভিডিও (Viral Video) বানিয়ে দিয়েছেন৷

আরও পড়ুন - PM Kisan Samman Nidhi Yojana: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১০ নম্বর কিস্তি তৈরি, কীভাবে টাকা পাবেন

advertisement

সাত সেকেন্ডের এই ভিডিও ফেসবুকে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই ৫০ লক্ষ মানুষ এই ভিডিও দেখে নেন৷ ইনস্টাগ্রামে thanos_jatt নামের অ্যাকাউন্ট থেকে সবার আগে এই ভিডিওটি শেয়ার করা হয়৷ সেখানেও প্রচুর মানুষ এতে রিঅ্যাকশন দিয়ে এটিকে ভাইরাল ভিডিও বানিয়ে দিয়েছেন৷ শিফন শাড়ির নিচে ব্লাউজ না পরে এইরকম অভিনব ভাবে মেহেন্দি ব্লাউজ পরেছেন৷ মাথায় ফুলের মালা, সাদা রঙের লখনউ চিকনের শিফন শাড়ি পরে একেবারে বিয়েবাড়ির জন্য আলাদা রকমের সেজেছেন মহিলা৷ দেখে নিন বিয়েবাড়ির  (Wedding) জন্য মেহেন্দি ব্লাউজের (Blouse) ভাইরাল ভিডিও (Viral Video)৷ তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷

advertisement

আরও পড়ুন - Lifestyle Tips: Work From Home-এ গৃহবন্দী হয়ে কোমরের ব্যথায় ভুগছেন? বাড়িতেই পাঁচটি Yogaতে মিলবে উপশম!

সেরা ভিডিও

আরও দেখুন
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার খেলা! মহৎ লক্ষ্যে পুলিশ, জমাটি ফুটবল প্রতিযোগিতা জঙ্গলমহলে
আরও দেখুন

ভাইরাল ভিডিওতে (Viral Video) প্রথমে মহিলাকে পিছন থেকে দেখা যাচ্ছে৷ দারুণ সুন্দর মেহেন্দি দিয়ে আঁকা ব্লাউজের (Blouse) ডিজাইন৷ এর মধ্যে আস্তে আস্তে তিনি সামনে ফিরছেন এবং লাস্যময়ী চলার ধাঁচটিও দারুণ৷ এরপর তিনি দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস (Flying Kiss) দিচ্ছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়েবাড়ির সাজে মাথায় ফুলের মালা, পরণে শিফন শাড়ি, কিন্তু Blouse-র জায়গায় এ কী, সুপার ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল