ভিডিওতে দেখা গিয়েছে, এক সঙ্গে ৩-৪টে বাঘের সঙ্গে খেলা করছে এক মহিলা। আরও আশ্চর্যের এক ব্যপার হল, তারই মধ্যে একটি বাঘকে একেবারে জড়িয়ে ধরে আদর করছে মহিলাটি। শুধুতাই নয়, বাঘের ঠোঁটে চুমুও দিচ্ছে সে। মহিলাটি বাঘটিকে ছাড়তে গেলেও কিছুতেই তাকে ছাড়তে চাইছে না বাঘ।বাঘের আদরের ঠেলায় রীতিমত কাহিল হয়ে পড়ে সেই মহিলা।
advertisement
আরও পড়ুন: হাসপাতালে মিলল শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ, মুম্বইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
ভয়ঙ্কর এই প্রাণী ও মহিলার প্রেম থেকে আশ্চর্য নেটিজেনরা। যে প্রাণী কি না মানুষ দেখলেই খেতে চায় তার এই মানুষের প্রতি ভালবাসা দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে শেয়ার হওয়া মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
কেউ কেউ আবার কমেন্ট করে লিখেছন এটা আমার দেখা সবচেয়ে সেরা দৃশ্য। বাঘের সঙ্গে মানুষের বন্ধুত্ব সাধারণত গল্পে শোনা যায়,কিন্তু বাঘে মানুষে এমন মাখো মাখো প্রেম স্বচক্ষে দেখে বিশ্বাস করতে পারছেন না অনেকেই।