সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এমনই এক বিয়ে বাড়ির ভিডিও তুমুল ভাইরাল হয়েছে! তবে বর কনে নয় এবার ভাইরাল হয়েছেন অতিথি! ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘বং টিনেজারস’ নামের একটি প্রোফাইল থেকে! তাতে দেখা যাচ্ছে এক মহিলা সেজেগুজে বিয়ে বাড়িতে খেতে বসেছেন! আর খেতে বসেই কাণ্ড ঘটালেন তিনি! ভিডিওতে দেখা যায়, ওই মহিলাকে ভাত আর ডাল পরিবেশন করা হয়! আর ভাতের ওপর ডাল দিতেই ক্ষেপে লাল মহিলা! একেবারে তেড়ে উঠলেন তিনি!
advertisement
আরও পড়ুন: ছিলেন স্বামী-স্ত্রী! মাত্র দশ বছরে তাঁরাই হলেন মা-ছেলে! তুমুল চর্চায় অপরাজিতা ও রাজা!
ভিডিওতে ওই মহিলা বলছেন, ‘খালি ডাল দিয়েই ভাত খামু নাকি, মাংস কী দিয়ে খামু তাহলে!” এই কথা শুনে ওই বিয়ে বাড়িতে থাকা বাকি সকলেই হেসে ফেলছেন! এমনকি নেটিজেনরাও হেসে খুন! একজন লিখেছেন, “বিয়ে করবো না তাও ভাল, এমন গেস্ট যেন না আসে বিয়েতে!” ওই মহিলাকেই আর একটা ভিডিওতে বলতে দেখা যাচ্ছে “মাংস আলা কই? দু-টুকরো মাংস দিয়ে পলাইছে!” সেই ভিডিওটিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে! নেটিজেনরা বলছেন, ভাইরাল হওয়ার জন্যই এই রকম করে ভিডিও বানান ওই মহিলা! আপাতত তুমুল ভাইরাল মাংস প্রিয় অতিথি!