তার মধ্যেই একটি দারুণ মজার ভিডিও সামনে এসেছে। বিয়ে করেছে পাত্র পাত্রী। নানা মজার মজার কাণ্ড করেই তাঁরা বিয়ের আসর মাতিয়েছে। এবার দেখা গেল এই পাত্র পাত্রীর নাচ। তবে কোন গানে জানেন? 'টুম্পা সোনা' গানে চুটিয়ে নাচ বর আর বউয়ের। সাংঘাতিক এনার্জি ধরা পড়েছে এই জুটির মধ্যে।
advertisement
সোশ্যাল মাধ্যমে এই ভিডিও শেয়ার হতেই বহু মানুষ দেখে ফেলেছেন। তবে শুধু টুম্পা সোনা গানে নয়, এর আগেও বিয়ের আসরে চুটিয়ে নাচ করতে দেখা গিয়েছে কনেকে। সে ভিডিও বহু মানুষ দেখেছেন। সোশ্যাল মাধ্যমে এই ভিডিও শেয়ার করা হয়েছে অয়ন মুখার্জি ও দীপান্বিতা ঘোষকে ট্যাগ করে। তাঁদেরকে বিয়ের শুভেচ্ছাও জানানো হয়েছে। বিয়ে তো একবারই হয়। অন্তত্য এখনও তেমনটা ভাবা হয়। আর সেই বিয়েকে সারা জীবন মনে রাখার মতো কিছু যে করতেই হয়। থেকে যাবে এই জুটির দারুণ মজার নাচের এই ভাইরাল ভিডিও!
advertisement
Location :
First Published :
Dec 13, 2022 7:59 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video | Wedding Video: 'মিঠুনদা নাচুন না'! বিয়ের রাতে 'টুম্পা সোনা' গানে তুমুল নাচ বর-বউয়ের! তারপর? ভাইরাল ভিডিও
