আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানা কিছু দেখে থাকি। কিন্তু এমন কিছু ভিডিও রয়েছে, যা আমাদের চোখ বিশ্বাসও করতে পারে না। কিন্তু সাম্প্রতিক ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে যে, আবর্তন করছে পৃথিবী। টাইমল্যাপস ভিডিওটি অসাধারণ। মার্টিন জি নামে এক ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছেন। আর তা ইউটিউব চ্যানেলে শেয়ারও করেছেন।
advertisement
২০২২ সালের অগাস্ট মাসে দক্ষিণ ফ্রান্সের কসমোড্রোন অবজারভেটরিতে পৃথিবীর প্রদক্ষিণের এই ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছে। একটি স্টেবিলাইজিং ক্যামেরার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। যাঁরা বিজ্ঞান বিশেষ করে মহাকাশ বিষয়ে আগ্রহী, তাঁদের খুবই ভাল লাগবে এই ভিডিওটি। সেখানে দেখা যাবে যে, পৃথিবীর আলোর কারণে গোপন আকাশগঙ্গার দেখা পাওয়া যাবে। যদিও তারাগুলি স্থির অবস্থায় রয়েছে, তাই গাছ, মাঠগুলিকে পৃথিবীর সঙ্গে ঘুরতে দেখা যাবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে @wonderofscience নামে এক অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘পৃথিবী যে ঘুরছে, সেটা এই সুন্দর টাইমল্যাপস ভিডিও-তে দেখুন।’’ এই ভিডিওতে মন্তব্য করে এক ব্যবহারকারী বলেছেন যে, “কী সুন্দর এটা!” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কোথায় গেলেন সেই মানুষগুলো, যাঁরা বলেছিলেন যে, পৃথিবী সমতল?”