আমেরিকার ২১ বছরের বেলা চ্যাটউইনের সঙ্গে অবাক করা ঘটনা ঘটে গেল। জানা যায় সমুদ্র স্নানের পর তিনি রোদে শুয়ে ছিলেন বেশ কিছুক্ষণ। ঘুমিয়ে পড়েন তিনি তারপরেই ঘটে সেই ঘটনা। মহিলা জানান, ছুটিতে ক্যালিফোর্নিয়ায় বেড়াতে যান তিনি। সঙ্গে বন্ধুরা ছিলেন। সমুদ্র স্নানের পর প্রায় পাঁচ ঘণ্টা তিনি তটে ঘুমিয়ে পড়েন। সেদিন আকাশ সামান্য মেঘলা ছিল। ঘুম ভাঙতেই তার শরীর ক্লান্ত লাগতে শুরু করে। হোটেলে ফিরে যান। কিছু ঘণ্টার মধ্যেই তার মুখ ফুলতে শুরু করে। শরীরে ফোলা ভাব দেখা যায়। চোখ খুলতে পারছিলেন না। গোটা মুখে সানবার্নের থেকেও ভয়ানক দাগ হতে থাকে। এর পর সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছোটেন ওই যুবতী।
advertisement
ডাক্তারকে তিনি জানান, সানস্ক্রিন ছাড়াই তিনি রোদে শুয়ে ছিলেন। জানা যায়, সানস্ক্রিন ছাড়া হালকা রোদে অতটা সময় শুয়ে থাকার জন্যই তার শরীরে ইউভি রশ্মির খারাপ প্রভাব পড়ে। এবং গোটা শরীরে এলার্জি হয়। যার ফলেই এমন এলিয়েনদের মতো দেখতে হয়ে যান ওই যুবতী। এমন অবস্থা হয় যে তার তিন বছরের বোন যুবতীকে দেখে চিনতে পর্যন্ত পারেনি। এর পর চিকিৎসার মাধ্যমে আবার সুস্থ হন মহিলা। এই কারণেই সব সময় বলা হয় রোদে সানস্ক্রিন মাস্ট। ওই যুবতী এই ভিডিও শেয়ার করেন। যা ইতিমধ্যে ভাইরাল।