ভিডিওতে যুবতীকে বলতে শোনা যাচ্ছে, “ইদানীং মা ফোন করলে একটাই কথা বলেন। এত স্বাধীনতা দিয়েছি, কিছু তো ফায়দা তোল। প্রেম-ট্রেম কর”। এরপরই ক্ষুব্ধ যুবতী বলেন, “কীভাবে প্রেম করব? ছেলে কোথায় পাব? আরে, ছেলেরা তো আমার প্রেমেই পড়ছে না”। যুবতীর গলায় হতাশা। মায়ের উপরও রাগ উগড়ে দেন তিনি, “কীসের স্বাধীনতা? স্কুল, কলেজে পাঠানোটাকে স্বাধীনতা বলে? যখন প্রেম করার বয়স, তখন কোনও ছেলের নাম মুখ থেকে বেরোলে ফোন কেড়ে নিতে। ঘরে আটকে রাখতে। আর এখন বলছ, প্রেম কর।’’
advertisement
আরও পড়ুন– ৮ শতাংশ হারে মিলছে সুদ ! এই ৩ বিশেষ এফডি স্কিমের ধামাকা অফার, শেষ দিন ৩০ জুন
প্রেম করার বয়স পেরিয়ে গিয়েছে বলেও আক্ষেপ করেন যুবতী। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “প্রেম করার বয়সে বলত, লেখাপড়া কর, নিজের পায়ে দাঁড়া। পৃথিবীটা খুব খারাপ। এখন বলছে, প্রেম কর। প্রেম কীভাবে করতে হয় সেটাই তো জানি না। কোনও দিন শিখিইনি। এখন কীভাবে সেটা করব যা আমি শিখিনি। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছি। এখন নিজেকে বদলানো যায়?’’
ভিডিওতে নিজের রাগ, ক্ষোভ, হতাশা উগড়ে দিয়েছেন যুবতী। বিয়ে না হওয়ার যন্ত্রণা ফুটে উঠেছে তাঁর প্রতিটা কথায়। তবে এই নিয়ে হাসাহাসি করছেন নেটিজেনরা। যে হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তার ক্যাপশনে লেখা, “দিদি, আমার সঙ্গেই প্রেম করতে পারো”। মাত্র একদিনে ৩ লাখ ৭২ হাজারের বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে। ৬ হাজারের বেশি ইউজার লাইক করেছেন। রিট্যুইট করেছেন ৯৫১ জন। রয়েছে প্রায় ১ হাজারের কাছাকাছি কমেন্ট।
সুধীর কোঠারি নামের এক এক্স ইউজার ভিডিওর কমেন্টে লিখেছেন, “ম্যাডামের সমস্যাটা গুরুতর। চাহিদা বেশি কিন্তু জোগান কম”। প্যারাডক্স নামের এক ইউজারের মন্তব্য, “ছেলেদের প্রেমে পড়ার বয়স নেই তো কী হয়েছে। আঙ্কলদের দেখো”। জ্যাক স্প্যারো নামের এক ইউজার লিখেছেন, “ওহ রে রে… বিনোদ দেখতে পাচ্ছে”।