FD rates up to 8% : ৮ শতাংশ হারে মিলছে সুদ ! এই ৩ বিশেষ এফডি স্কিমের ধামাকা অফার, শেষ দিন ৩০ জুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
FD rates up to 8% : উচ্চ সুদের হারে তেমনই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে আইডিবিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক। সুদের হার ৮ শতাংশ পর্যন্ত। বিনিয়োগের শেষ দিন ৩০ জুন।
advertisement
advertisement
আইডিবিআই ব্যাঙ্কের ‘উৎসব ফিক্সড ডিপোজিট’: ৩০০ দিন মেয়াদের উৎসব ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহকদের ৭.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ৭.৫৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৩৭৫ দিন মেয়াদি এফডি-র জন্য আইডিবিআই ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের প্রতি বছর ৭.১ শতাংশ হারে সুদ দেয়। প্রবীণ নাগরিকরা পান ৭.৬ শতাংশ হারে সুদ। ৪৪৪ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের সুদের হার ৭.২ শতাংশ। একই মেয়াদে প্রবীণ নাগরিকরা পান ৭.৭ শতাংশ হারে সুদ। এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা পেতে হলে ৩০ জুনের মধ্যে বিনিয়োগ করতে হবে।
advertisement
ইন্ডিয়ান ব্যাঙ্কের স্পেশাল ফিক্সড ডিপোজিট: ইন্ডিয়ান ব্যাঙ্ক বর্তমানে দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। ৩০০ দিন মেয়াদে ‘ইন্ড সুপ্রিম’ এবং ৪০০ দিন মেয়াদ ‘ইন্ড সুপার’। ৩০০ দিন মেয়াদের এফডি স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। সিনিয়র সিটিজেনদের ৭.৫৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের ৭.৮০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৪০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা ৭.৭৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা ৮ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এই স্কিমেও বিনিয়োগের শেষ দিন ৩০ জুন।
advertisement
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের স্পেশাল ফিক্সড ডিপোজিট: পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ২২২, ৩৩৩ এবং ৪৪৪ দিন মেয়াদে স্পেশাল ফিক্সড ডিপোজিট নিয়ে এসেছে। ২২২ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.০৫ শতাংশ, ৩৩৩ দিন মেয়াদি এফডিতে ৭.১০ শতাংশ এবং ৪৪৪ দিন মেয়াদে ৭.২৫ শতাংশ হারে সুদ মিলছে। ৩০ জুন বিনিয়োগের শেষ দিন।