ইনস্টাগ্রাম ইউজার @ghumakkadlaali আসলে একজন ট্রাভেল ব্লগার। ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান তিনি। আর সেখানে গিয়ে সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তা সকলের সামনে তুলে ধরেন ভিডিও-র মাধ্যমে। সম্প্রতি ওই তরুণী গিয়েছিলেন এক গ্রামে। সেখানে হাঁটতে হাঁটতে একটি বাড়ি দেখতে পান। এমনকী ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতা। ভিডিও-র সঙ্গে তিনি হ্যাশট্যাগে লিখেছেন খাজুরাহো মধ্যপ্রদেশ। এর থেকে বোঝা যাচ্ছে, এই গ্রামটি খাজুরাহোর কোনও গ্রাম।
advertisement
আসলে স্কুটি চেপে গ্রামে ঘুরতে গিয়ে জলতেষ্টা পেয়েছিল তরুণীর। সেখানেই এক মহিলার সঙ্গে আলাপ হয় এবং তাঁর কাছে জলও চান। এরপর ওই মহিলার বাড়ি দেখার আব্দারও করেন। তবে বাড়ির অন্দরে ঢুকতেই মুগ্ধ হয়ে যান তরুণী। নিচু একটি দরজা দিয়ে বাড়ির রান্নাঘরে প্রবেশ করেন তিনি। ভেবেছিলেন রান্নাঘরটি ছোট, কিন্তু সেখানে ঢুকতেই তাঁর চক্ষু চড়কগাছ! তরুণী দেখেন, একটা সিঁড়ি রয়েছে উপরের তলায় যাওয়ার জন্য। তিনি বুঝতে পারেন যে, বাড়িটি দোতলা। তিনি এ-ও জানান যে, বাইরে যখন তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মাটির বাড়ির ভিতরের তাপমাত্রা মাত্র ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস।
ভিডিওটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ মন্তব্যও করছেন। একজন বলেন, বাড়িটি খুব সুন্দর। অন্য একজন আবার বলেন, মাটির বাড়ির আয়ু প্রায় ২০০ বছর। সেখানে কংক্রিটের বাড়ির আয়ু মাত্র ৩০-৪০ বছর.. তাহলে কোনটা আসলে মাটির বাড়ি। তৃতীয় এক নেটিজেন জানান, এমন দোতলা মাটির বাড়ি তাঁর গ্রামেও রয়েছে।