TRENDING:

Viral Video Train Incident: রিলের জন্য চলন্ত ট্রেনে যাত্রীকে সপাটে চড়! RPF ধরতেই ইউটিউবারের যা হল...দেখুন ভিডিও

Last Updated:

Viral Video Train Incident: আজকালকার দিনে মানুষ আর যাই করুক না কেন, বিখ্যাত হওয়ার লোভ সামলাতে পারে না৷ আর সেটা হতে গিয়েই একাধিক ভুলভাল কাজ করে ফেলে৷ সেই ভিডিও ভাইরালও হয়৷ বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাটনা: অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার অদ্ভুত চেষ্টায়, বিহারের অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনে বসে থাকা এক যাত্রীকে আচমকা চড় মারেন। তার এক বন্ধু পুরো ঘটনাটি ভিডিও করে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
রিলের জন্য চলন্ত ট্রেনে যাত্রীকে সপাটে চড়! RPF ধরতেই ইউটিউবারের ইউটিউবারের যা হল...দেখুন ভিডিও AI Image
রিলের জন্য চলন্ত ট্রেনে যাত্রীকে সপাটে চড়! RPF ধরতেই ইউটিউবারের ইউটিউবারের যা হল...দেখুন ভিডিও AI Image
advertisement

ঘটনার পরপরই রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) দ্রুত পদক্ষেপ নেয় এবং তাদের অফিসিয়াল X (পূর্বে টুইটার) অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করে যে অভিযুক্ত ইউটিউবার, রীতেশ কুমার, গ্রেফতার হয়েছে। তাকে ক্ষমাপ্রার্থনার একটি ভিডিও প্রকাশ করতে বলা হয়।

আরও পড়ুন: এই তারিখগুলিতেই হবে মহাপ্রলয়, লাগবে বিশ্বযুদ্ধ, ধ্বংস হবে পৃথিবী! টাইম ট্র্যাভেলারের ভবিষ্যদ্বাণী ভাইরাল

advertisement

ক্ষমা চাওয়ার ভিডিওতে রীতেশ বলেন: “আমি একজন ইউটিউবার। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য ভিডিও তৈরি করি। সেই কারণেই আমি অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে এসে চলন্ত ট্রেনের এক যাত্রীকে চড় মারি। এটা আমার ভুল ছিল এবং আমি আর কখনো এমন কিছু করব না। আমাকে দয়া করে ক্ষমা করুন।”

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমারের বন্ধু ট্রেনের কাছে গিয়ে এক নিরীহ যাত্রীকে হঠাৎ চড় মেরে নির্বিকারভাবে সরে যায়। যদিও এই কাণ্ড তাদের অনলাইনে কিছুটা পরিচিতি এনে দিয়েছে, তবে এটি তাদের জন্য বিপদও ডেকে এনেছে।

advertisement

আরও পড়ুন: পড়াশোনা পরে, আগে বিয়ে! বোর্ডের পরীক্ষা দিতে যাওয়ার পথেই বিয়ে বিহারের তরুণীর, দেখুন ভিডিও…

ভিডিওটির প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী লেখেন, “অবশেষে, বেপরোয়া আচরণের জন্য প্রকৃত শাস্তি! অন্যের নিরাপত্তার সাথে খেলা কখনোই মেনে নেওয়া যায় না।” অন্য একজন বলেন, “এই ইউটিউব চ্যানেলটিও ব্লক করা উচিত।”

এক তৃতীয় ব্যক্তি মন্তব্য করেন, “যদি এ ধরনের ঘটনাগুলো সঠিকভাবে মোকাবিলা না করা হয় এবং অপরাধী শাস্তি না পায়, তবে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। আমরা ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন দেখি, কিন্তু আমাদের যুবসমাজ কোথায় যাচ্ছে?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আরেকজন ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করে লেখেন, “এটা কি আগে থেকেই লেখা স্ক্রিপ্ট? মনে হচ্ছে সে শুধু পড়ছে!” অন্য একজন জানান, “অনেকে বলছেন যে ভিডিওতে দেখা ব্যক্তি আসল অপরাধী নয়। চড় মারার কাজটি তার বন্ধুই করেছিল, আর সে ছিল ক্যামেরার পেছনে। তবে RPF উভয়কেই গ্রেফতার করেছে।”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video Train Incident: রিলের জন্য চলন্ত ট্রেনে যাত্রীকে সপাটে চড়! RPF ধরতেই ইউটিউবারের যা হল...দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল