তফাৎ নেই মানুষ বা অন্য প্রাণীতে(Viral Video)। নিজে প্রাণে মরে গেলেও কোলের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সব জীবেরাই। তবে সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে প্রশংসার ঝড় উঠেছে গোটা বিশ্বে। ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন সৌম্যতীর্থ পুরোহিত নামের এক ব্যক্তি। জানা গিয়েছে ভিডিওটি অসমের।
ভিডিওতে দেখা যাচ্ছে এক বছর তিনেকের শিশু কন্যার সঙ্গে হাতির বন্ধুত্বের গল্প। জানা গিয়েছে অসমের গোলাঘাটের বাসিন্দা ওই ছোট্ট মেয়েটি। শিশু কন্যার নাম হরষিতা বোরা। আর হাতিটির নাম বিনু। এই হাতিটি পোষা হাতি। বয়স ৫৪ বছর। হরষিতাদের বাড়িতেই থাকে হাতিটি। রোজ সকালে হাতির সঙ্গে খেলা করা যেন নিয়ম ওই খুদের। প্রতিদিনের মতো এই দিনও সে বিশালাকার হাতির সঙ্গে খেলায় মাতল। কিন্তু মজার ঘটনা হল, হাতিটি তাকে কিছুই বলছে না।
আরও পড়ুন: মাঝ আকাশে শিশুর জন্ম! নাগরিকত্ব নিয়ে সংশয়? বিস্তারিত জানুন!
তবে যে বিষয়টি সকলকে চমকেছে তা হল খুদে কন্যা যখন হাতির দু পায়ের মাঝখানে ঢুকে পড়ে(Viral Video)। সকলেই একটু ভয় পেয়ে যান। কারণ বলা তো যায় না মতি বদলে যেতেই পারে হাতির। কিন্তু অবাক বিষয় হাতিটি কিচ্ছু করল না। আরও অবাক করল যখন ওই খুদে কন্যা হাতির বাট টেনে স্তন্যপান করতে যায়। হাতিটির একটি নিজের বাচ্চাও আছে। হাতির বাটে হাত দিতেই একেবারে মায়ের মতো আদর করে খুদে কন্যাকে স্তন্য পান করতে দিল সেই হাতি। যা সত্যিই ভাবা যায় না। মায়ের হৃদয়ের ভালবাসায় খুদে কন্যাকে ভরাল হাতি। সত্যিই যেন হাতি মেরে সাথি। এই ভাইরাল ভিডিও দেখে বহু মানুষ প্রশংসায় ভরিয়েছেন।