তেমনই এক দুষ্টু মিষ্টি বাচ্চা ফুগলা। সম্প্রতি এই ছোট্ট ফুগলার ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে সোশ্যাল মাধ্যমে। ফুগলা পড়াতে এসেছেন তার টিচার। এদিকে পড়ার বই খাতায় ফুটো করে রেখেছে ফুগলা। যেই না টিচারকে দেখা ওমনি সে বলা শুরু করেছে, 'আমি কিছু করিনি, শুভ করেছে।" তার আন্টি যেই বলছেন, 'তুই মিথ্যে বলছিস না তো?' ওমনি ফুগলা নকল কান্না কেঁদে বলছে, 'আর করবো না বলছি তো।" কিন্তু কিছুতেই সে স্বীকার করবে না যে কাজটা সেই করেছে।
advertisement
এই ভিডিও দেখা মাত্র ভাইরাল হয়েছে। বহু মানুষ কমেন্টে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন ফুগলাকে। তবে এই ফুগলা কিন্তু যে সে বাচ্চা নয়। 'দাদাগিড়ি'তেও গিয়েছে সে। সেখানে নেতাজি সেজে গিয়েছিল ফুগলা। স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় মুগ্ধ হয়েছেন ফুগলায়। ফেসবুকে 'ফুগলা'র নামে একটি পেজও রয়েছে সেখানে নানা মজার ভিডিওতে ভরা।
কিছু মাস আগেই ভাইরাল হয়েছিল চুল কাটতে না চাওয়া এক খুদে। কিছুতেই চুল কাটবে না সে। ভাইরাল চুল কাটার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। এবার তেমন ভাবেই ভাইরাল হয়েছে ছোট্ট ফুগলা। ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা।