আরও পড়ুন : সঙ্গীর সঙ্গে বয়সের বিরাট ফারাক? ভালোবাসা জুঁইফুলের মতো টাটকা রাখার 'সিক্রেট' হাতে রাখুন!
বীরভূমের ভুবন বাদ্যকরের গান কার্যত এখন যাবতীয় ভৌগোলিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে গোটা বিশ্বে রাজত্ব করছে। অখ্যাত গ্রামের এক বাদাম বিক্রেতা (Viral Video) থেকে এখন ভুবন জোড়া খ্যাতি ভুবনের। তাঁর দেখাদেখি এখন অনেকেই নিজেদের ঠেলার জিনিস বেচার ফাঁকে নিজেরা গান বানিয়ে গাইছেন আবার কেউ কাটছেন ছড়া।
advertisement
কাঁচা বাদামের পরে (Kancha Badam Song) ভাজা বাদাম, ঝালমুড়ি এমনকি কাঁচা পেয়ারা আর আঙুর নিয়েও গান বাঁধতে দেখা গিয়েছিল কয়েকজনকে। কিছুদিন আগে একজনের অদ্ভূত ভঙ্গিতে নিম্বু পানি বিক্রি করার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হল এক তরমুজ বিক্রেতার ভিডিও (Viral Video)।
ইনি আবার করেছেন আজব কাণ্ড! দু হাতে দু-ফালি তরমুজের টুকরো তুলে ধরে আচমকা আকাশ ফাটানো চিৎকার জুড়েছেন। ওই ভাবে চিৎকার করতে করতে নাচ করছেন এই তরমুজ বিক্রেতা। হঠাৎ করে এমন চিৎকার শুনলে পিলে চমকে উঠতেই পারে। তবে বিক্রেতার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
নেটিজেনদের মধ্যে একাংশ অবশ্য বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তাদের কটাক্ষ, ভাইরাল হওয়ার জন্য আর কোনও প্রতিভার দরকার পড়ে না আজকাল। ‘পাগলামি’ করলেই রাতারাতি ভাইরাল হওয়া যায়। এই তরমুজ বিক্রেতার ভিডিওটিই তার প্রমাণ। ভিডিওটিতে ৫ হাজারের বেশি লাইক পড়েছে। ৫০ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। অথচ বিক্রেতার মধ্যে প্রতিভা কতটা কী আছে তা নিয়ে সন্দিহান নেটিজেনরা।
আরও পড়ুন : নারীরা এমনকি সঙ্গীকেও বলেন না 'এই' পাঁচটি বিষয়! জানেন কোনগুলি?
সম্প্রতি ভাইরাল (Viral Video) হয়েছিলেন এক নিম্বু পানি বিক্রেতা। অভিনব পদ্ধতিতে নিম্বু পানি বিক্রি করতে দেখা গিয়েছিল তাঁকে। ভিডিওতে দেখা গিয়েছে, গান গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ওই ব্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওটি। কিন্তু আঙুর হোক বা তরমুজ, ভুবন বাদ্যকরের ভাইরাল 'কাঁচা বাদামের' জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেনি এখনও কেউই। আগামী দিনে কী নতুন কোনও চ্যালেঞ্জ আসতে চলেছে বাদামের ভাইরাল (Kancha Badam Song) জনপ্রিয়তাকে ম্লান করতে? তা জানতে অবশ্য করতে হবে অপেক্ষা।