বরকনের ঘরের লোকেরা বরকনেকে বিয়েতে নাচার জন্য নানান ভাবে উৎসাহী করেন, সে বিয়ের আগে হোক বা বিয়ের পরে । কিছু বরকনে লজ্জা পায় আবার কিছু বরকনে বিষয়টিতে ভীষন আনন্দ পায়। এখন এই ধরনেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওতে বরকনে নাচার জন্য স্টেজে উঠেছেন।
advertisement
যেখানে কনে লজ্জা পাচ্ছেন আর বর নাচাতে ব্যস্ত। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বর নিজের আনন্দে নেচে যাচ্ছে। অন্যদিকে কনে নাচার চেষ্টা করছেন একটু স্বলজ্জ ভাবেই। একটু পরেই কনে বরের কানে কিছু বলেন আর তারপর ডিজেওয়ালা ভোজপুরী গান চালানো হয়।
আরও পড়ুন: Viral: পায়ে নয়, এই স্কেটবোর্ড রাখতে হবে মুখে, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেট দুনিয়া
তারপর পরেই বিষয়টি এমন হয় যে কনের নাচ দেখে বরের সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে যান। কনের নাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হচ্ছে। লাফিয়ে লাফিয়ে ভিউ বাড়ছে ৷