TRENDING:

Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও

Last Updated:

বিয়েবাড়ির এই সব নাচের ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল (Viral Video) হয়৷ নাগিন ডান্সও (Nagin Dance) এখন অত্যন্ত জনপ্রিয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বরযাত্রী দলের সঙ্গে নাচগান বিয়ের (Wedding) একটা বড় অংশ৷ বিয়েবাড়ির মজা আরও বাড়িয়ে দেয় বর ও বউ, বরযাত্রী, কনেযাত্রীর নাচানাচি (Dance)৷ বিয়েবাড়ির এই সব নাচের ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল (Viral Video) হয়৷ নাগিন ডান্সও (Nagin Dance) এখন অত্যন্ত জনপ্রিয়৷ বিভিন্ন বিয়েবাড়িতে বিভিন্ন সময়ে নাগিন ডান্সের ভাইরাল ভিডিও (viral video)  হয়৷ এই মুহূর্তে এরকই একটা বিয়েবাড়ির নাগিন ডান্স (Nagin Dance) ভিডিও দুনিয়া কাঁপাচ্ছে৷ আর ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ নাগিন ডান্স তো হামেশাই হয়, এই নাগিন ডান্সের বৈশিষ্ট্য এতে যিনি নাচ করছেন তিনি হবু বরের সঙ্গে তাঁর ঘোড়ার সামনে বসেই এঁকেবেঁকে নাচছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে বর সেজেগুজে ঘোড়ার ওপর বসে রয়েছেন৷ আর নাগিন ডান্স করা যুবক ঘোড়ার এদিক ওদিক দুদিকে ঝুলে ঝুলে নাগিন ডান্সের গোটা শরীরটাকে এমনভাবে দোলাচ্ছে  যে বলার নয়৷
Viral Video: the boy serpent dance sitting on horse in front of the groom- Photo- Instagram/ Video Grab
Viral Video: the boy serpent dance sitting on horse in front of the groom- Photo- Instagram/ Video Grab
advertisement

দেখে নিন নাগিন ডান্সের (nagin dance) ভাইরাল ভিডিও (Viral Video)

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে নাচতে থাকা যুবক হঠাৎ করেই বরের ঘোড়ার ওপর উঠে যায়৷ ঠিক যেখানে বর বসে আছে৷ এরইমধ্যে বরযাত্রীদের কেউ কেউ বরের মুখের সামনে নোট লাগিয়ে দেন৷ আর সেই যুবক বরের মুখ থেকে সেই টাকার জিনিসটি সরিয়ে দিয়ে ঘোড়ার পিঠে এদিক ওদিক দুলে নাচতে শুরু করে৷

advertisement

আরও পড়ুন - Viral: Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan-র তুফান রূপ, শরীরে যেন হাজার তারা গাঁথা, ফটো ভাইরাল

ইন্টারনেটে জোরকদমে ভাইরাল (Viral Video) হয়েছে এই বিয়েবাড়িতে (Marriage) নাচের (Dance) ভিডিও৷ এই ভাইরাল ভিডিও এতটাই মজার যে নেটিজেনরা খুবই এই ভিডিও দেখছেন৷ নাগিন ডান্স দেখে একজন লিখেছেন এই পারফরম্যান্স তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করে দিয়েছে৷

advertisement

আরও পড়ুন - Big News: IPL 2022 Mega Auction: ১৫ দেশের ৬০০-রও কম ক্রিকেটার অংশ হলেন মেগা নিলামের, বোর্ডের বড় সিদ্ধান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আর একজন নেটিজেন লিখেছেন কেউ কী করে এরকম নাচ করেন৷ এই মজার ভিডিও memes.bks  নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে৷ যা হাজার হাজার মানুষ দেখেছেন৷ ভিডিওতে গানের একটি অংশ শোনা যাচ্ছে৷ এই নাচ দেখে সকলে অবাক হয়ে যাচ্ছে৷ ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ঘোড়ার পিঠ থেকে নাচতে নাচতে এ কী ধরণের নাগিন ডান্স, বিয়েবাড়ির ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল