TRENDING:

Mother-In-Law Viral Video: নতুন বউকে বরণ করে শাশুড়ি মায়ের সংসারের সহজপাঠ, দিলেন সুখের চাবিকাঠির হদিশ, মুখ থেকে বেরোল এই কথা

Last Updated:

Viral Video|Groom Bride Video|Wedding Video|In-laws house|Emotional Video|Life Style: শ্বশুরবাড়িতে শাশুড়িমায়ের সঙ্গে বউমার প্রথম দিনের ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সন্তানের জন্মের পরে তিলে তিলে বেড়ে ওঠা, একটু একটু করে জীবনের গতিপথে নিজেকে মেলে ধরা ৷ পরিবেশের সঙ্গে আস্তে আস্তে অভিযোজন করা ৷ নানান রকমের অভ্যাস গড়ে তোলা ৷ এক্ষেত্রে বাবা মায়ের একটা বিশেষ গুরুত্ব থেকেই যায় কেননা বাবা মায়ের দেখানো পথ শেখানো নানান আদব কায়দাই জীবনকে গড়ে তুলতে সঠিক ভাবে গড়ে তুলতে সাহায্য করে ৷
advertisement

লেখাপড়ার সঙ্গে সঙ্গে সৎ চরিত্রই জীবনের বিভিন্ন লড়াইয়ে বিজয়ী করে তোলে ৷ এক আদর্শ সন্তানই দেশের ভবিষ্যত দশের স্বপ্ন ৷ দেশের আগামী দিনের নাগরিক প্রস্তুতে বাবা-মায়ের গুরুত্ব অপরিসীম ৷ আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ হল সন্তানকে মানুষের মত মানুষ করে তোলা ৷ এতটাই কঠিন কাজ যে একে জলের উপরে আল্পনা দেওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে ৷ কাজটিকে বাবা-মা চিরকাল কারোরই শারীরিক ভাবে বেঁচে থাকেনা সন্তানের ক্রিয়াকলাপের মাধ্যমেই বাবা-মায়েরা বর্তমান থাকেন ৷ তবে সন্তান ছেলে বা মেয়ে যাইহোক না কেন জীবনের নানান গতিপথের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয় ৷ যেমন কোনও মেয়ে লেখাপড়া শিখে উপযুক্ত হয়ে সাংসার জীবনে প্রবেশ করুক কম বেশি প্রতিটি বাবা-মায়েরই লক্ষ ৷

advertisement

আরও পড়ুন:  Man Flirt With 85 Girls: এক দুই নয় একসঙ্গে ৮৫ জন মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে বয়ফ্রেন্ড! জানতে পেরে প্রেমিকা করলেন বেনজির এই কাজ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সঠিক শ্বশুরবাড়িতে নিজের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে প্রতিপালন করতে হয় সেই বাড়ির সংস্কৃতিও ৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রকেটের গতিতে ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে শ্বশুরবাড়িতে নতুন বউকে আশীর্বাদ করে স্নেহের পরশ দিলেন ৷ আজ থেকে তাঁর বউমার চাকর তিনি, এই বাড়ি সমস্ত কিছুই তার, ভালমন্দে মিশে জীবন আরও হয়ে উঠবে ৷ আমার সমস্ত পূর্ণ তোকেই দিলাম ৷ পরিবারের কাজের লোক, আজ থেকে তুই আমার মালিক আমি তোর চাকর ৷ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ যা রীতিমত একটি একটি ভালবাসার পরিবেশ সৃষ্টি করেছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি আরও একবার ৷ ভিডিও মিলিয়ানের উপরে ভিউ হয়েছে লাইক শেয়ারের বন্যাও একই সঙ্গে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mother-In-Law Viral Video: নতুন বউকে বরণ করে শাশুড়ি মায়ের সংসারের সহজপাঠ, দিলেন সুখের চাবিকাঠির হদিশ, মুখ থেকে বেরোল এই কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল