লেখাপড়ার সঙ্গে সঙ্গে সৎ চরিত্রই জীবনের বিভিন্ন লড়াইয়ে বিজয়ী করে তোলে ৷ এক আদর্শ সন্তানই দেশের ভবিষ্যত দশের স্বপ্ন ৷ দেশের আগামী দিনের নাগরিক প্রস্তুতে বাবা-মায়ের গুরুত্ব অপরিসীম ৷ আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ হল সন্তানকে মানুষের মত মানুষ করে তোলা ৷ এতটাই কঠিন কাজ যে একে জলের উপরে আল্পনা দেওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে ৷ কাজটিকে বাবা-মা চিরকাল কারোরই শারীরিক ভাবে বেঁচে থাকেনা সন্তানের ক্রিয়াকলাপের মাধ্যমেই বাবা-মায়েরা বর্তমান থাকেন ৷ তবে সন্তান ছেলে বা মেয়ে যাইহোক না কেন জীবনের নানান গতিপথের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয় ৷ যেমন কোনও মেয়ে লেখাপড়া শিখে উপযুক্ত হয়ে সাংসার জীবনে প্রবেশ করুক কম বেশি প্রতিটি বাবা-মায়েরই লক্ষ ৷
advertisement
সঠিক শ্বশুরবাড়িতে নিজের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে প্রতিপালন করতে হয় সেই বাড়ির সংস্কৃতিও ৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রকেটের গতিতে ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে শ্বশুরবাড়িতে নতুন বউকে আশীর্বাদ করে স্নেহের পরশ দিলেন ৷ আজ থেকে তাঁর বউমার চাকর তিনি, এই বাড়ি সমস্ত কিছুই তার, ভালমন্দে মিশে জীবন আরও হয়ে উঠবে ৷ আমার সমস্ত পূর্ণ তোকেই দিলাম ৷ পরিবারের কাজের লোক, আজ থেকে তুই আমার মালিক আমি তোর চাকর ৷ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ যা রীতিমত একটি একটি ভালবাসার পরিবেশ সৃষ্টি করেছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি আরও একবার ৷ ভিডিও মিলিয়ানের উপরে ভিউ হয়েছে লাইক শেয়ারের বন্যাও একই সঙ্গে ৷