সম্প্রতি নেটমাধ্যমের দৌলতে এমন কিছু মুহূর্ত ও দৃশ্য সকলের হাতের মুঠোয় এসে যায় যার উৎপত্তি কোথায় কী ভাবে তা না জেনেও সেই ভিডিও দেখে আবেগে ভাসেন নেটিজেনরা। যে কারণে ওই ভিডিওগুলি তুমুল ভাবে ভাইরাল হয় নেটমাধ্যমে (Viral Video)। সম্প্রতি ঠিক সেইরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একজন শিক্ষিকাকে ক্লাসের মধ্যেই নাচের তাল শিখিয়ে দিচ্ছে ছাত্রী। এমনকি, সেই শিক্ষিকা রীতিমত নকলও করতে থাকেন তাকে। আর এই মন ভালো করা ভিডিওটিই তোলপাড় করছে নেটমাধ্যম।
advertisement
আরও পড়ুন : বিয়ে করলেই কমে যাবে নাছোড়বান্দা 'এই' নেশা! জানেন কি সেই বদ অভ্যেস?
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে দেখা গেল এমনই এক বিরল ভিডিও। ভাইরাল হওয়ার সুবাদে যে সকল ভিডিও পৌঁছে যায় আসমুদ্রহিমাচল। তবে, সেগুলির মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যা সত্যিই মানুষের মন ছুঁয়ে যায়। পাশাপাশি, তা পৌঁছে দেয় এক সামাজিক বার্তাও। বর্তমান ভিডিওটিতে ঠিক সেই ঘটনাই ঘটেছে (Viral Student Teacher Dance)।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে ক্লাসের মধ্যেই এক ছাত্রী শিক্ষিকার সামনে গানের তালে নাচতে থাকে। সেই সময়ে সেখানে উপস্থিত ছাত্রীরা ওই শিক্ষিকাকেও নাচতে বলেন। আর তারপরেই তিনি তাঁর ওই খুদে ছাত্রীকে অনুকরণ করে নাচতে শুরু করেন। এদিকে, এই দৃশ্য দেখে বাকি ছাত্রীরা আনন্দে উদ্বেল হয়ে হাততালিও দিতে থাকে। ওই ছাত্রীকে নকল করে বেশ কিছুক্ষণ নাচতে থাকেন সেখানে থাকা শিক্ষিকা। এদিকে শিক্ষিকা এবং ছাত্রীর এই অসাধারণ নৃত্যের যুগলবন্দী দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।
আরও পড়ুন : শুভ কাজের আগে দই খাওয়ার রীতি মানেন? জানেন এর ফলে কী ঘটবে আপনার শরীরে!
আর এই ভিডিওটিই বর্তমানে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। মোট ৫০ সেকেন্ডের ভিডিওটি @ManuGulati11 নামের একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন, “শিক্ষার্থীরা শিক্ষক হতে ভালোবাসে।” এদিকে, এই মন ভালো করা ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে ভিউয়ার্স এবং লাইক। নেটিজেনরা প্রতিক্রিয়াও জানিয়েছেন এটি দেখে। তবে, সকলেই ওই শিক্ষিকার এহেন ভূমিকাকে পঞ্চমুখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।