TRENDING:

Viral Video: লাদাখের বরফঢাকা পাহাড়ের কোলে দুই তরুণীর অপূর্ব নাচ ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’-এর সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: ভিডিও ভাইরাল হল যেখানে দেখা যাচ্ছে লাদাখে বরফ ঢাকা পাহাড়ের কোলে এই গানের সঙ্গে নাচছেন দুই তরুণী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্মৃতিমেদুর কথা এবং সুরে ইন্টারনেটে বাজিমাত করেছে নেটফ্লিক্সের ছবি ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’৷ সকলের ঠোঁটে ঠোঁটে ঘোরাফেরা করছে গানের কলি৷ ইনস্টাগ্রামে ঝড় তুলেছে গানটি৷ এ বার একটি ভিডিও ভাইরাল হল যেখানে দেখা যাচ্ছে লাদাখে বরফ ঢাকা পাহাড়ের কোলে এই গানের সঙ্গে নাচছেন দুই তরুণী৷ ১৫ জানুয়ারি ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন জিগমত লাদাখি৷ ক্যাপশনে জানিয়েছেন দুই নৃত্যশিল্পীর নামও৷ তাঁরা ফুন্টসোক ওয়াংমো এবং পদ্মা লামো৷
লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী
লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী
advertisement

লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী৷ অপূর্ব নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপটে তাঁদের সুললিত নাচ মন জয় করেছে নেটিজেনদের৷ লাদাখের প্রকৃতি, বলিউডের গান, তরুণীদের নাচ-সব মিলেমিশে যেন রূপকথা মুহূর্ত তৈরি করেছে৷ যেমন তাঁদের ভঙ্গি, তেমনই এক্সপ্রেশন৷ শেয়ার করার পর থেকে এসেছে ৭৭৭০-এর বেশি ভিউজ, ৫২৪ টি লাইক এবং শতাধিক রিট্যুইট৷

আরও পড়ুন :  আমন্ত্রিত অতিথি সারমেয়দের জন্য লোভনীয় পদ! বিয়ে হল দুই পোষা কুকুর টমি-জেলির

advertisement

নেটিজেনরা মুগ্ধ দুই লাদাখি সুন্দরীর নাচে৷ একজন লিখেছেন, ‘যেমন সুন্দর কোরিওগ্রাফি, তেমনই অপূর্ব পারফরম্যান্স’৷ আর এর ট্যুইটারেত্তির মন্তব্য, আভিজাত্য ভরা দেহভঙ্গির সঙ্গে অপূর্ব প্রেক্ষাপট৷ কেউ লিখেছেন ‘লাদাখের অনবদ্য নৈসর্গিক প্রকৃতির সঙ্গে অসামান্য নাচ’৷

প্রসঙ্গত অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা প্রযোজিত ‘কালা’-এ অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবিল খান৷ এই ছবি এক উদীয়মান গায়িকার কথা বলে, যাঁর নাম কালা৷ সারা জীবন সে চেষ্টা করে চলে মায়ের কাছ থেকে অনুমোদন পাওয়ার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

বাবিল খান অভিনয় করেছেন বিস্ময়প্রতিভা জগনের ভূমিকায়৷ যে নাকি নিজের অজান্তেই কালার চলার পথে প্রধান অন্তরায় হয়ে ওঠে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লাদাখের বরফঢাকা পাহাড়ের কোলে দুই তরুণীর অপূর্ব নাচ ‘কালা’-র গান ‘ঘোড়ে পে সওয়ার’-এর সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল