লাদাখের চিরাচরিত পোশাকে সেজেছেন দুই তরুণী৷ অপূর্ব নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপটে তাঁদের সুললিত নাচ মন জয় করেছে নেটিজেনদের৷ লাদাখের প্রকৃতি, বলিউডের গান, তরুণীদের নাচ-সব মিলেমিশে যেন রূপকথা মুহূর্ত তৈরি করেছে৷ যেমন তাঁদের ভঙ্গি, তেমনই এক্সপ্রেশন৷ শেয়ার করার পর থেকে এসেছে ৭৭৭০-এর বেশি ভিউজ, ৫২৪ টি লাইক এবং শতাধিক রিট্যুইট৷
আরও পড়ুন : আমন্ত্রিত অতিথি সারমেয়দের জন্য লোভনীয় পদ! বিয়ে হল দুই পোষা কুকুর টমি-জেলির
advertisement
নেটিজেনরা মুগ্ধ দুই লাদাখি সুন্দরীর নাচে৷ একজন লিখেছেন, ‘যেমন সুন্দর কোরিওগ্রাফি, তেমনই অপূর্ব পারফরম্যান্স’৷ আর এর ট্যুইটারেত্তির মন্তব্য, আভিজাত্য ভরা দেহভঙ্গির সঙ্গে অপূর্ব প্রেক্ষাপট৷ কেউ লিখেছেন ‘লাদাখের অনবদ্য নৈসর্গিক প্রকৃতির সঙ্গে অসামান্য নাচ’৷
প্রসঙ্গত অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা প্রযোজিত ‘কালা’-এ অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবিল খান৷ এই ছবি এক উদীয়মান গায়িকার কথা বলে, যাঁর নাম কালা৷ সারা জীবন সে চেষ্টা করে চলে মায়ের কাছ থেকে অনুমোদন পাওয়ার৷
বাবিল খান অভিনয় করেছেন বিস্ময়প্রতিভা জগনের ভূমিকায়৷ যে নাকি নিজের অজান্তেই কালার চলার পথে প্রধান অন্তরায় হয়ে ওঠে৷